নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ সৃঞ্জয়ের
নিজস্ব সংবাদদাতা
মোহনবাগানের নির্বাচনের আগে বড় পদক্ষেপ প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর। নির্বাচনে জয়ী হলে তাঁর পরিকল্পনা কী হবে- তা ১৪ দফা নির্দেশিকার আকারে শনিবার প্রকাশ করলেন। মোহনবাগানের নির্বাচনের ইতিহাসে প্রথম বার লিখিত আকারে ইস্তেহার প্রকাশ করল কোনও প্যানেল।
বিধাননগরে এক অনুষ্ঠানে ক্লাবের সদস্য, সমর্থকদের সামনে ইস্তেহার প্রকাশ করেন সৃঞ্জয়। উপস্থিত ছিলেন শিশির ঘোষ, অমিত ভদ্র, কম্পটন দত্তের মতো প্রাক্তন ফুটবলরারও। সেই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে, ‘তোমাকে চাই।’
এক সপ্তাহ আগেই নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক ডেকে মোহনবাগানের সভাপতি হিসেবে পদত্যাগ করেছিলেন স্বপনসাধন (টুটু) বসু। জানিয়েছিলেন, তিনি সৃঞ্জয়ের হয়েই প্রচার চালানোর জন্যই সভাপতির পদ ছেড়েছেন। এমনকি বর্তমান সচিব দেবাশিস দত্তকে নাম করে তোপও দেগেছিলেন টুটু বসু।
ইস্তেহারে একাধিক চমক রেখেছেন সৃঞ্জয়। তাঁর মধ্যে উল্লেখযোগ্য, ক্লাবের জন্য নতুন প্রাঙ্গন তৈরি। এই প্রসঙ্গে তিনি লিখেছেন, “বর্তমান ক্লাব প্রাঙ্গন যেহেতু সেনা- নিয়ন্ত্রিত ক্ষেত্রে অবস্থিত, তাই নানা চাহিদা সত্ত্বেও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। নতুন পথের সন্ধান করাই হবে নতুন কমিটির কাজ।” আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হল- ‘প্রবীণদের (যারা ৫০ বছর ধরে ক্লাবের সদস্য) জন্য আজীবন সদস্যপদে ফি মকুব’, ‘কোনও সদস্যের মৃত্যু হলে তাঁর পরিজনকে সদস্যপদ হস্তান্তর’, ‘বিপণনে আরও জোর দেওয়া, যাতে আন্তর্জাতিক স্তরে মোহনবাগানের নাম বেশি করে ছড়িয়ে পড়তে পারে’। ক্লাবের ঐতিহ্যকে মাথায় রেখে গড়ে তোলা হবে নতুন সংগ্রহশালা। এ ছাড়াও কার্যনির্বাহী কমিটিতে দু’টি আসন মহিলাদের জন্য
সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।
এ দিকে আরও এক মরসুম সবুজ-মেরুনে থাকছেন স্কটিশ ডিফেন্ডার টম আলড্রেড। শনিবারই টমের সঙ্গে এক বছরের চুক্তি করে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট। সদ্য সমাপ্ত মরসুমে মোহনবাগানের জার্সিতে আইএসএল লিগ-শিল্ড এবং ট্রফি জিতেছে মোহনবাগান। সেখানে টমেরও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জানা গিয়েছে, দলের প্রতি টমের মনোভাব এবং তাঁর পারফরমন্যান্সে খুশি হয়েই সবুজ সংকেত দিয়েছেন কোচ হোসে মলিনা। টম এবং আলবার্তো রদ্রিগেস জুটি গত মরসুমে ১৬টি ক্লিনশিট রেখেছিল। ফলে আগামী মরসুমেও রক্ষণে দেখা যাবে টম-আলবার্তো জুটিকে।