জোড়া খুনে ধৃত আরও ১
নিজস্ব সংবাদদাতা
শমসেরগঞ্জ: মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ও ছেলে খুনের ঘটনায় শুক্রবার রাতে আরও এক জনকে গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের পাকুড় থেকে। জঙ্গিপুরের পুলিশ সুপার অমিতকুমার সাউ জানান, গোপন সূত্রে খবর মেলে ঝাড়খণ্ডের পাকুড়ে এক গোপন ডেরায় লুকিয়ে রয়েছে সে। পুলিশ রাতেই সেখানে গিয়ে তল্লাশি চালায়। পুলিশের দাবি, বাবা ও ছেলেকে খুনের কথা স্বীকার করেছে ধৃত। এই নিয়ে ওই খুনে ১০ জন গ্রেফতার হল। গত ১২ এপ্রিল শমসেরগঞ্জে বাবা ও ছেলেকে খুন করা হয়। নিহত বৃদ্ধের স্ত্রী বলেন, “সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছি। বিশাল সংখ্যক লোক মিলে দু’জনকে খুন করেছে। তাদের সকলকে ধরতে হবে।”