অপারেশন সিঁদুর: নাম নিয়ে জনস্বার্থ মামলা
নয়াদিল্লি, ১০ মে: পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় বাহিনীর অভিযান ‘অপারেশন সিঁদুর’ যাতে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা না হয়, সেই আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল শীর্ষ আদালতে। দেব আশিস দুবে নামে এক ব্যক্তি সুপ্রিম কোর্টে এই মামলাটি করেছেন।
‘অপারেশন সিঁদুর’ নামটির বাণিজ্যিক ব্যবহারের জন্য ইতিমধ্যেই মোট চারটি আবেদন জমা পড়েছিল। মুম্বই থেকে মুকেশ ছেত্রম আগরওয়াল, জম্মু-কাশ্মীর থেকে অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কমল সিংহ ওবরে এবং অন্যান্যরা, দিল্লির অলোক কোঠারি এবং কেরল ও গুজরাত থেকে যথাক্রমে জয়রাজ টি এবং উত্তমের নামে ওই চারটি আবেদন জমা পড়ে। এই চারটি আবেদনের বিরুদ্ধেই রিট পিটিশন দাখিল করেছেন দেব আশিস নামে ওই আবেদনকারী। নিজের আবেদনে তিনি শীর্ষ আদালতে স্পষ্ট করেছেন, এই বিশেষ অভিযানের নাম বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হলে দেশের মানুষের ভাবাবেগের অপব্যবহার করা হতে পারে। ওই আবেদনকারী আরও বলেছেন, ‘অপারেশন সিঁদুরের সঙ্গে শুধুমাত্র দেশের নাগরিকদের নয়, যাঁরা দেশের জন্য প্রাণত্যাগ করেছেন এবং সে দিন পহেলগাম হামলায় যে নিরীহ পর্যটকদের প্রাণ গিয়েছিল, তাঁদের ভাবাবেগও জড়িত।’ শুধুমাত্র বাণিজ্যিক লাভের জন্য এই নামটি ব্যবহারের আবেদন জমা পড়েছে বলেও আদালতকে জানিয়েছেন ওই আবেদনকারী।
প্রসঙ্গত, ভারতীয় বাহিনী যে দিন পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের বেশ
কিছু এলাকায় জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করে অভিযান চালিয়েছিল, তার ঠিক পর পরই, গত ৭ মে শিল্পপতি মুকেশ অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠী এই অপারেশন সিঁদুর নামটির বাণিজ্যিক ব্যবহারের আবেদন জানিয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে প্রবল ক্ষোভ এবং বিতর্ক শুরু হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। সংস্থার তরফে ওই আবেদন প্রত্যাহার করে জানানো হয়, এক জুনিয়র কর্মচারী সংস্থার সঙ্গে আলোচনা না করেই এই আবেদন জানিয়েছিলেন।
সংবাদ সংস্থা