এস-৪০০ ধ্বংসের
দাবি মিথ্যা: ভারত
নয়াদিল্লি, ১০ মে: ভারতের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, এস-৪০০ ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছিল পাকিস্তান, তা নস্যাৎ করে দিল ভারত। ভারত-পাকিস্তানের সংঘর্ষের আবহে সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য ছড়িয়ে যাওয়ার ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। এই আবহে পাকিস্তানের এমন দাবি যে ভুয়ো, তা ফের জানাল ভারত।
শনিবার একটি সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান দাবি করেছিল যে তাদের হাইপারসনিক মিসাইল জেএফ-১৭-এর সাহায্যে পঞ্জাবের অধমপুরের এস৪০০ ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছিল তারা। এ ছাড়াও পাকিস্তান দাবি করে, সিরসা, জম্মু, পঠানকোট, নালিয়া, ভুজের বায়ুসেনা ঘাঁটিগুলি তারা ধ্বংস করে দিয়েছে। তবে পাকিস্তানের এই সকল দাবিই যে মিথ্যা, তা এ দিন নিশ্চিত করেন কর্নেল সোফিয়া। তিনি আরও জানান, পাকিস্তান চণ্ডীগড় এবং ব্যাসের গোলাবারুদের ঘাঁটি ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছে,
তা-ও ভুয়ো।
প্রসঙ্গত, পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে দু’দেশের পরিস্থিত। গত ৭ মে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। এর পর থেকেই হামলা-পাল্টা হামলা চলেছে দু’দেশের মধ্যে। পাকিস্তান একাধিক বার ভারতে হামলা চালানোর চেষ্টা করলেও তা বেশির ভাগ ক্ষেত্রেই রুখে দিয়েছে ভারত। এরই মধ্যে সমাজমাধ্যমে নানা ধরনের ভুয়ো তথ্য ছড়িয়ে যাওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। যদিও তথ্য যাচাইকারী সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো সমাজমাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে জানিয়েছে কোন তথ্য সত্যি, কোনটা ভুয়ো।
সংবাদ সংস্থা