ট্রেন পরিষেবায় বিঘ্ন
}} পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে জম্মু ও পঞ্জাবের সীমান্তবর্তী এলাকায় রাতের ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি অঞ্চলগুলিতে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। যার মধ্যে রয়েছে অমৃতসর, ভটিন্ডা, ফিরোজ়পুর এবং জম্মু। সরকারি সূত্রের দাবি, আগে যে ট্রেনগুলি রাতে এই অঞ্চলগুলির মধ্য দিয়ে যাতায়াতের জন্য নির্ধারিত ছিল, এখন সেগুলি দিনের বেলা চলাচল করবে। এ ছাড়াও, এই সব সংবেদনশীল অঞ্চলের মধ্যে চলাচল করা কিছু স্বল্প দূরত্বের ট্রেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হবে। সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাঘবের প্রশংসা
}} ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করেছেন আপ সাংসদ রাঘব চড্ডা। ভারতের দীর্ঘস্থায়ী সংযমের নীতি এবং অবশেষে দৃঢ় প্রত্যাঘাতের কথা উল্লেখ করে শনিবার তিনি বলেন, “আমরা যুদ্ধ শুরু করি না, তবে শুরু করলে তা অসমাপ্ত রাখি না। সত্যি কথা হল, তুমি তোমার বন্ধু বদলাতে পারো, কিন্তু প্রতিবেশী নয়। আর প্রতিবেশী পাকিস্তানের মতো দেশ হলে তাকে কঠোর শাস্তি দেওয়া আমাদের প্রথম কর্তব্য।” ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে অভিবাদন জানিয়ে চড্ডা বলেন, “আমাদের সেনাবাহিনী যে ভাবে অসাধারণ সাহস ও বীরত্বের সঙ্গে লড়াই করছে, তাতে স্পষ্ট যে, এ বার সন্ত্রাসবাদ নির্মূল হবে।”