ক্ষেপণাস্ত্র ছুড়েছে দিল্লি, মুনিরের ফোন রাত আড়াইটেয়
নয়াদিল্লি, ১৭ মে: রাত আড়াইটে নাগাদ তাঁকে ফোন করে সেনাপ্রধান আসিম মুনির জানিয়েছিলেন, নূর খান বিমানবন্দরে ধেয়ে গিয়েছে ভারতের ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ গত কাল নিজে এই কথা বলেছেন ইসলামাবাদের একটি অনুষ্ঠানে। সাম্প্রতিক সামরিক সংঘাতে ভারতীয় সেনার আক্রমণ তারা অত্যন্ত সফল ভাবে প্রতিরোধ করেছে এবং উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে গোড়া থেকেই দাবি করছে পাকিস্তান। যদিও ভারতীয় সেনা ছবি দেখিয়ে বলেছে, পাকিস্তানের সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে যথেষ্টই। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমও জানিয়েছে, ভারতের তুলনায় অনেক বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের। আজ শাহবাজ়ের সাম্প্রতিক বক্তব্যের ভিডিয়ো ক্লিপ দিয়ে বিজেপি নেতা অমিত মালবীয় এক্স হ্যান্ডলে লেখেন, ‘অপারেশন সিঁদুরের মাত্রা, নিখুঁত লক্ষ্য এবং দৃঢ়তা নিয়ে এটাই অনেক কিছু বলে দেয়।’
গত কাল সন্ধ্যায় ইসলামাবাদের পাকিস্তান স্মারকে ‘ইয়ম-এ-তশক্কুর’ নামে অনুষ্ঠানটি হয়েছিল সেনাকে কৃতজ্ঞতা জানাতে। প্রধান অতিথি শাহবাজ়কে সেখানে বক্তৃতায় বলতে শোনা গিয়েছে, “৯ আর ১০ তারিখের মাঝের রাত আড়াইটে নাগাদ সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির আমায় বিশেষ ফোন লাইনে বলেন, ওয়াজ়ির এ আজ়ম সাহেব, হিন্দুস্তান ওদের ব্যালিস্টিক মিসাইল এখনই ছুড়েছে। একটা নূর খান বিমানঘাঁটিতে গিয়েছে। আরও কয়েকটা অন্য এলাকায় পড়েছে।” ভিডিয়োয় তখন সামনের দর্শকাসনে দেখা গিয়েছে সেনার কর্তাদের। সূত্রের দাবি, এর পরেই শাহবাজ় দর্শকদের উদ্দেশ করে বলেন, “আল্লার শপথ করে আপনাদের আমি বলতে পারি, সেনাপ্রধানের স্বরের মধ্যে ছিল প্রত্যয়, আত্মবিশ্বাস আর দেশপ্রেম।”
সূত্রের দাবি, অনুষ্ঠানে শাহবাজ় আরও বলেন যে ভারত-পাকিস্তানের উচিত শান্তশিষ্ট প্রতিবেশীর মতো আলোচনার টেবিলে বসে কাশ্মীর-সহ দু’দেশের মধ্যে ঝুলে থাকা সমস্যাগুলি মিটিয়ে নেওয়া। তিনি বলেন, তিন বার যুদ্ধ লড়েও দু’দেশ কিছুই পায়নি। তাঁর বক্তব্য, “নিজেদের মধ্যে সমস্যাগুলো না মিটিয়ে আমরা বিশ্বের এই অংশে শান্তি আনতে পারব না। শান্তি এলে সন্ত্রাসদমনেও পরস্পরকে সহযোগিতা করা যাবে।” বক্তৃতায় শাহবাজ় সেনার সাম্প্রতিক ভূ্মিকাকে পাকিস্তানের ইতিহাসে ‘সুবর্ণময় অধ্যায়’ বলে উল্লেখ করেছেন। সংঘর্ষবিরতিতে ‘সক্রিয় ভূমিকা’ নেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতজ্ঞতা
জানান তিনি। সংবাদ সংস্থা