ফের বিস্ফোরণের হুমকি মুম্বইয়ে
}} মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর ও তাজমহল প্যালেস হোটেলে বোমা বিস্ফোরণের হুমকি দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সংসদে হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুর ফাঁসির বদলা নিতেই এই বিস্ফোরণ ঘটানো হবে বলে এক ইমেলে হুমকি দেওয়া হয়। মুম্বইয়ের এয়ারপোর্ট থানার ইমেল আইডি-তে ওই মেলটি পাঠায় দুষ্কৃতীরা। বিমানবন্দর ও তাজমহল প্যালেস হোটেলে অবশ্য কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে মুম্বইয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ২৬/১১ হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল তাজমহল প্যালেস হোটেল। ফলে ইমেলটিকে গুরুত্ব দিয়েই দেখছে মুম্বই পুলিশ। মামলা দায়ের করা হয়েছে।
চরবৃত্তির অভিযোগ
}} পাকিস্তানের গুপ্তচরবৃত্তি করার অভিযোগে হিসারের বাসিন্দা ট্রাভেল ভ্লগার জ্যোতি মলহোত্রকে (৩৩) শনিবার গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। একই অভিযোগে আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে হরিয়ানা ও পঞ্জাবের পুলিশ। এর মধ্যে রয়েছে দেবেন্দ্র সিংহ ঢিল্লোঁ নামে পাটিয়ালার খালসা কলেজের ছাত্র। তদন্তে দাবি, এরা ভারতের স্পর্শকাতর সামরিক তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছে। পৃঃ ৮