টেট উত্তীর্ণদের অবস্থান
}} ২০২২ সাল থেকে টেট পাশ করে বসে রয়েছেন তাঁরা। তাই দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর দাবিতে কলেজ স্ট্রিট চত্বরের সংস্কৃত কলেজের সামনে শুক্রবার থেকে ধর্না-অবস্থান শুরু করেছেন ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যেরা। শনিবার ছিল তাঁদের ধর্নার দ্বিতীয় দিন। এক চাকরিপ্রার্থী বিদেশ গাজি বলেন, ‘‘ডিএলএড-এর প্রশিক্ষিত প্রায় ৫২ হাজার টেট পাশ চাকরিপ্রার্থী নিয়োগের প্রতীক্ষায় বসে রয়েছেন। ওবিসি সংরক্ষণের জটিলতায় এখনও নিয়োগ প্রক্রিয়া থমকে আছে, সেটা জানি। তবে অন্তত কত প্রাথমিকের শূন্য পদ আছে, সেটা ঘোষণা করুক প্রাথমিক শিক্ষা দফতর।’’ এর আগে এই চাকরিপ্রার্থীরা ময়দানে, সল্টলেকের করুণাময়ীতে অবস্থান-বিক্ষোভ করেছেন। কলেজ স্ট্রিটে এই অবস্থান-বিক্ষোভ রবিবার পর্যন্ত চলবে বলে খবর।