হাসপাতাল থেকে বেরোতেই গ্রেফতার ট্যাংরা-কাণ্ডের প্রণয়
নিজস্ব সংবাদদাতা
ট্যাংরায় স্ত্রী-সহ পরিবারের তিন সদস্যকে খুনের ঘটনায় বড় ভাই প্রণয় দে-কে গ্রেফতার করল পুলিশ। ঘটনার তিন মাস পরে, শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে খুন, খুনের পরিকল্পনা-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে ছোট ভাই প্রসূনকে হাসপাতাল থেকে ছাড়া হলে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। তিনি জেল হেফাজতে।
গত ১৯ ফেব্রুয়ারি বাইপাসের অভিষিক্তা মোড়ে মেট্রোর স্তম্ভে ধাক্কা মারে একটি গাড়ি। গাড়িতে থাকা প্রসূন দে, প্রণয় দে এবং এক কিশোর আহত হন। সেই দুর্ঘটনার সূত্রেই ট্যাংরার অটল শূর রোডের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল সুদেষ্ণা দে, রোমি দে এবং এক কিশোরীর দেহ। প্রাথমিক জেরার প্রসূন এবং প্রণয় পুলিশের কাছে দাবি করেন, পরিকল্পনা মাফিক তাঁদের স্ত্রী এবং মেয়েকে খুন করে নিজেরা ‘আত্মহত্যা’ করতেই গাড়ি নিয়ে মেট্রোর স্তম্ভে ধাক্কা মেরেছিলেন।
ব্যবসায়ী পরিবারটির ১৬ কোটি টাকারও বেশি দেনা হয়ে গিয়েছিল বলে তদন্তে উঠে আসে। ঋণ মেটানোর উপায় না দেখে স্ত্রীদের জানিয়েই তাঁরা সপরিবার আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন বলে দাবি করেন দুই ভাই। পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সকলে খাওয়ার পাশাপাশি স্ত্রীদের ও মেয়ের হাতের শিরা কাটা হয়েছিল বলেও স্বীকার করেন দুই ভাই।
গাড়িতে জখম তিন জনকে প্রথমে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছিল। পরে পুলিশের উদ্যোগে তাঁদের এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এত দিন সেখানেই ছিলেন প্রণয়। সপ্তাহ কয়েক আগে তাঁর কিশোর ছেলেকে হোমে পাঠানো হয়েছে।
এ দিন হাসপাতাল থেকে ছাড়া পেতেই প্রণয়কে গ্রেফতার করে ট্যাংরার বাড়িতে নিয়ে যান তদন্তকারীরা। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে করে শিয়ালদহের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে আনা হয়। প্রণয়ের হয়ে মামলা লড়েন এলএডিসিএস-এর আইনজীবী কবিতা সরকার।
শিয়ালদহ আদালতের মুখ্য সরকারি আইনজীবী স্নেহাংশু ঘোষ প্রণয়কে জেল হেফাজতে পাঠানোর আর্জি জানান। স্নেহাংশু বলেন, ‘‘প্রণয়ের ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার আর্জিও জানানো হয়েছে। বিচারক অরিজিৎ মণ্ডল তা মঞ্জুর করেছেন।’’ প্রণয়ের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী কবিতা। বিচারক প্রণয়কে ৩০ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কবিতা জানান, সেই সময়ে গরমের ছুটি থাকায় প্রণয়কে ২ জুন আদালতে আনা হবে।