ক্রিকেটের ডার্বিতে জয়ী মোহনবাগান
নিজস্ব সংবাদদাতা
গত মরসুমে ফুটবলে বারবার ডার্বিতে শেষ হাসি হেসেছে মোহনবাগান। ক্রিকেটেও শনিবার সেই ফলাফল বদলাল না। জেসি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি প্রতিযোগিতার শেষ আটের দ্বৈরথে শনিবার ইস্টবেঙ্গলকে ৯ রানে হারালো মোহনবাগান।
প্রথমে ব্যাট করে মোহনবাগান করে ১৫৩। সৌরভ হালদার ৪০ রান করেন। জবাবে ইস্টবেঙ্গল থামে ১৪৪ রানে। ম্যাচের সেরা সৌরভ।
অন্য কোয়ার্টার ফাইনালে ভবানীপুর ৭ উইকেটে হারিয়েছে খিদিরপুর স্পোর্টিংকে। আর এক ম্যাচে কালীঘাট ক্লাব সাত উইকেটে জয় পেয়েছে তপন মেমোরিয়ালের বিরুদ্ধে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে টাউন ক্লাব তিন উইকেটে হারিয়েছে বড়িশা স্পোর্টিংকে।
শেষ চারের দ্বৈরথে মোহনবাগানের প্রতিপক্ষ ভবানীপুর।