হ্যামে দিনভর বার্তা বিনিময়
সমুদ্র উপকূল থেকে এইচএফ (হাই ফ্রিকোয়েন্সি) রেডিয়োয় বিশ্বের ১৪টি দেশের সঙ্গে সংযোগ স্থাপন করল হ্যাম রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাব। শনিবার বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে উপকূলরক্ষী বাহিনীর দফতর সংলগ্ন ভবনে অস্থায়ী রেডিয়ো স্টেশন থেকে গ্রিস, ইটালি, জাপান, ইন্দোনেশিয়া-সহ ১৪টি দেশের হ্যামেদের সঙ্গে বার্তা বিনিময় হয়েছে। তবে এ দিন বেতার সংযোগ স্থাপনে কিছু সমস্যাও দেখা দিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগবিশ্বাস বলেন, “প্রতি বছরই গ্রীষ্মে বিভিন্ন দেশের সঙ্গে বার্তা বিনিময় করতে গিয়ে সমস্যা ক্রমশ বাড়ছে।” বিপর্যয় ও আপৎকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হ্যাম রেডিয়োর এই অনুশীলন ‘তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেছেন অম্বরীশ।
নিজস্ব সংবাদদাতা