ঝড়বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব সংবাদদাতা
রাজ্যের নানা জেলায় আগামী কিছু দিন ঝড়বৃষ্টি হতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তা আরও ঘনীভূত হয়ে তৈরি করবে ঝড়বৃষ্টির অনুকূল মেঘ। আজ, রবিবার ঝড়ের পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নানা জেলায় আজ ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আগামী বুধবার পর্যন্ত ওই জেলাগুলির বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।