গ্রেফতার মন্ত্রীপুত্র
}} গুজরাতের পঞ্চায়েত ও কৃষি প্রতিমন্ত্রী বাচুভাই খাবাড়ের ছেলে বলবন্ত খাবাড়কে শনিবার ১০০ দিনের কাজের প্রকল্পে ৭১ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। দাহোড় জেলার তৎকালীন তালুক উন্নয়ন আধিকারিক (টিডিও) দর্শন পটেলকেও গ্রেফতার করেছে পুলিশ। যার ফলে এই কেলেঙ্কারিতে এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে সাত জনে। এই কেলেঙ্কারিতে ৩৫টি ঠিকাদারি সংস্থার মালিকরা সরকারি আধিকারিকদের সঙ্গে
যোগসাজশ করে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে কাজ শেষ করার ভুয়ো শংসাপত্র এবং অন্যান্য প্রমাণ তৈরি করে মনরেগা প্রকল্পের অধীনে ৭১ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। বলবন্ত খাবাড় এরকমই একটি সংস্থার মালিক। যাঁর বিরুদ্ধে জনজাতি অধ্যুষিত দাহোড় জেলার দেবগড়বারিয়া এবং ধনপুর তালুকের অধীনে ১০০ দিনের কাজে জালিয়াতির অভিযোগ রয়েছে।
সোফিয়াকে নিয়ে
}} ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগে মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহের বিরুদ্ধে হুগলির শ্রীরামপুর থানায় শনিবার এফআইআর দায়ের করল কংগ্রেস। শ্রীরামপুর শহর কংগ্রেস কমিটির তরফে শনিবার ওই অভিযোগ করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমন ঘোষের প্রতিক্রিয়া, ‘‘কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি দেখছেন।’’
ধৃত দুই চর
}} মহারাষ্ট্রের পুণেতে আইইডি তৈরির সঙ্গে জড়িত পাক গুপ্তচর সংস্থা আইএসআইএসের দুই সদস্যকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ২০২৩ সালের একটি সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এত দিন দুই অভিযুক্ত ইন্দোনেশিয়ার জাকার্তায় লুকিয়ে ছিল। শনিবার তাঁরা মুম্বইয়ে ফিরেছিল। গোপন সূত্রে খবর পেয়ে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই অভিযুক্ত আবদুল্লা ফৈয়াজ শেখ ওরফে ডায়পারওয়ালা এবং তালহা খানকে আটক করা হয়।
সরব ডেরেক
}} খ্রিস্টান মিশনারি পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলি দেশ জুড়ে কী ভাবে গুরুতর দায়িত্ব পালন করছে, সে বিষয়ে শনিবার চেন্নাইয়ের এক অনুষ্ঠানে বললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ক্রিস্টান সম্প্রদায়ভুক্তদের ওই অনুষ্ঠানে কোভিড অতিমারির সময়ে এই ধরনের সংগঠনগুলির অবদান তুলে ধরেন তিনি। ডেরেকের মতে, খ্রিস্টান যুব সম্প্রদায়ের আরএসএস-এর মতো সংগঠনের নেতিবাচক প্রভাব কাটিয়ে ফেলা উচিত। কোভিডে মৃতের সংখ্যা গোপনের অভিযোগ এনে এবং বিদেশি আর্থিক অনুদান আইনে বিভিন্ন ক্রিস্টান স্বেচ্ছাসেবী সংস্থার তহবিল আটকে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরব হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।