কেদারনাথে জরুরি অবতরণ
নয়াদিল্লি, ১৭ মে: কেদারনাথে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা এক তীর্থযাত্রীকে উদ্ধার করতে যাওয়ার সময়ে একটুর জন্য প্রাণে বাঁচলেন ঋষিকেশ এমসের দুই চিকিৎসক এবং এয়ার অ্যাম্বুল্যান্সের চালক। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরে জরুরি অবতরণ করতে হয়, তিন জন অল্পের জন্য বেঁচে গেছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। জেলা পর্যটন উন্নয়ন কর্মকর্তা রাহুল চৌবে জানিয়েছেন, শনিবার কেদারনাথে এক রোগীকে উদ্ধার করতে যাওয়ার সময়ে হঠাৎই হেলিকপ্টারের একাংশ ভেঙে যায়। তড়িঘড়ি সেটিকে অবতরণ করান পাইলট। ঘটনায় তিন জনই অল্প-বিস্তর আহত হন। তাঁদের চিকিৎৎসা চলছে।
সংবাদ সংস্থা