রেলের স্টেশন উদ্বোধনেও এ বার ছাপ ফেলতে চলেছে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য। আগামী ২২ মে দেশ জুড়ে ‘অমৃত স্টেশন’ প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যে নবসাজে সজ্জিত ১০৩টি রেলস্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনেও সেনার এই সাম্প্রতিক জঙ্গিদমন অভিযানের বিষয়টি জুড়ে থাকবে বলে রেল
সূত্রের দাবি।
ওই উদ্বোধনের আবহে ইতিমধ্যেই শিয়ালদহ, হাওড়া-সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে জায়ান্ট স্ক্রিনে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের ভিডিয়ো দেখানো হচ্ছে। মূল অনুষ্ঠান ছাড়াও রেলের পক্ষ থেকে স্থানীয় স্তরে যে অনুষ্ঠান আয়োজিত হবে, সেখানেও সেনা অভিযানের সাফল্য এবং দেশপ্রেমের বার্তা তুলে ধরার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে সূত্রের খবর। অনুষ্ঠানের জন্য স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন সেনাকর্মী, বিভিন্ন রাষ্ট্রীয় সম্মানপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রেলের পক্ষ থেকে করা হয়েছে বলেও খবর।
সূত্রের খবর, সে দিন রাজস্থানের বিকানের সংলগ্ন দেশনোক যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানে করনী মাতার মন্দিরে পুজো দিয়ে দেশনোক স্টেশন থেকেই অমৃত স্টেশন প্রকল্পের প্রথম পর্যায়ে সেজে ওঠা স্টেশনগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বিকানের সংলগ্ন নাল বায়ুসেনা ঘাঁটিতে তাঁর অবতরণ করার কথা।
ওই ঘাঁটিকে সম্প্রতি পাকিস্তান নিশানা করার চেষ্টা করেছিল বলে খবর। তাই সে দিন ওই ঘাঁটিতে সেনাকর্মী-অফিসারদের সঙ্গে মোদী সাক্ষাৎ করতে পারেন বলে জানা গিয়েছে।
রেলের ওই অনুষ্ঠান থেকে রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার-সহ ১৮টি রাজ্যের ১০৩টি স্টেশন উদ্বোধন করবেন মোদী। সেই তালিকায় পশ্চিমবঙ্গের পানাগড়, কল্যাণী-ঘোষপাড়া, জয়চণ্ডী পাহাড় স্টেশন রয়েছে। ওই তিন স্টেশনে প্রবেশপথ, প্ল্যাটফর্ম, ছাউনি, ওয়েটিং রুম, শৌচালয়-সহ নানা পরিকাঠামো নতুন করে গড়ে তোলা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের অধীনস্থ ১৮টি স্টেশন নতুন করে সাজছে। তার মধ্যে গেদে, কৃষ্ণনগর, বহরমপুর কোর্ট, বনগাঁ, চাঁদপাড়া, শিয়ালদহ, দমদম, ব্যারাকপুর, নৈহাটি, সোনারপুর, ক্যানিং, রানাঘাট আছে। হাওড়া, আসানসোল এবং মালদহ ডিভিশনের ১৫টি করে স্টেশনকে ওই প্রকল্পে বেছে নেওয়া হয়েছে। বরাদ্দ করা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।