গ্রেফতার চিনা নাগরিক
নয়াদিল্লি, ১৭ মে: হংকং থেকে নয়াদিল্লিগামী একটি উড়ানে সহযাত্রীদের কাছ থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ড চুরির অভিযোগে এক চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে একটি আন্তর্জাতিক ছিনতাই চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার ‘এআই-৩১৫’ উড়ানের একাধিক যাত্রীর অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পরে অভিযুক্ত বছর ৩০-এর বেনলাই পানকে গ্রেফতার করা হয়। পানের সঙ্গে আরও তিন চিনা নাগরিক ছিলেন। তাঁদের সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সংবাদ সংস্থা