উত্তর চৌম্বক মেরুর অবস্থান বদল নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা
লন্ডন, ১৭ মে: পাল্টে যাচ্ছে পৃথিবীর উত্তর চৌম্বকীয় মেরুর অবস্থান এবং তা হচ্ছে অতি দ্রুত গতিতে। এমনই চমকে ওঠার মতো তথ্য দিয়েছেন একদল ব্রিটিশ ভূ-বিজ্ঞানী। এই চৌম্বক ক্ষেত্রের স্থান পরিবর্তনের ফলে জাহাজের নাবিক, বিমানচালকদের দিগ্নির্দেশনা বা ‘নেভিগেশন’-এর সমস্যাও হচ্ছে প্রবল ভাবে।
উত্তর চৌম্বকীয় মেরু অর্থাৎ, যেখানে পৃথিবীর ভূ-চৌম্বকীয় ক্ষেত্র উল্লম্ব ভাবে অবস্থান করছে, সেটি কয়েক শতাব্দী ধরে ক্রমাগত স্থান পরিবর্তন করে চলেছে। বিজ্ঞানীরা জানিয়েছে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরুটি ছিল কানাডার দিকে। কিন্তু পরে তা ক্রমশ স্থান পরিবর্তন করতে থাকে। সেই কারণে বিজ্ঞানীরা ১৬৪০ থেকে ২০২০ সাল পর্যন্ত এর গতিবিধির একটি ঐতিহাসিক মানচিত্র তৈরি করেছেন। সেই হিসাব কষতে গিয়ে বিজ্ঞানীরা দেখেন, এখন উত্তর চৌম্বকীয় মেরু কানাডা থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় ২ হাজার ২৫০ কিলোমিটার অগ্রসর হয়ে রাশিয়ার দিকে সরে গিয়েছে। এই মুহূর্তে উত্তর চৌম্বকীয় মেরু অবস্থান করছে সাইবেরিয়ায়। আর এই ঘটনা ঘটেছে অত্যন্ত দ্রুত হারে।
পৃথিবীর মেরুর অবস্থান স্থির হলেও চৌম্বক মেরু কোনও স্থির বিন্দু নয়, এটি পরিবর্তনশীল। এই উত্তর মেরুর প্রায় ২৫০ মাইল দক্ষিণে অবস্থিত উত্তর চৌম্বকীয় মেরু। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কেন্দ্রবিন্দু, যা কম্পাসের দিক নির্দেশ করে, তাকেই চৌম্বকীয় মেরু বলা হয়। পৃথিবীর অভ্যন্তরে থাকা গলিত লোহার কেন্দ্রের গতিশীলতার কারণে চৌম্বক মেরুর অবস্থানও পরিবর্তশীল। স্থির ভৌগোলিক মেরুর বিপরীতে ভূ-চৌম্বকীয় পরিবর্তনের কারণে উত্তর চৌম্বক মেরুর আকৃতির প্রতিদিনই পরিবর্তন হতে থাকে। সংবাদ সংস্থা