স্থগিত ডিগ্রি
}} সমাবর্তনের বক্তৃতায় গাজ়ায় ইজ়রায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে তার তীব্র সমালোচনা করায় এক ছাত্রের ডিপ্লোমা প্রদান স্থগিত রাখল আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। লোগান রোজ়োস নামে ওই ছাত্র বলেন, ‘‘ইজ়রায়েলের ওই গণহত্যা রাজনৈতিক ও সামরিক ভাবে আমেরিকার সাহায্যপ্রাপ্ত এবং আমাদের করদাতারা এর মাশুল গুনছেন।’’ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জন বেকম্যান জানিয়েছেন, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওই ছাত্রের ডিগ্রি প্রদান স্থগিত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
ভারতীয়ের সাজা
}} ১২ বছর বয়সি এক কিশোরীকে প্রথমে সুইমিং পুলে যৌন হেনস্থা, পরে ছেলেদের শৌচাগারে ডেকে নিয়ে যাওয়া, সমাজমাধ্যমে অশালীন বার্তা পাঠানো এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগে এক ভারতীয় পর্যটককে তিন মাসের কারাদণ্ড দিল সিঙ্গাপুর। অভিযুক্তের নাম প্রমেন্দ্র (২৫)।