সরে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়
}} সমস্ত ছাত্রছাত্রীর জন্য জাতীয় শিক্ষানীতি অনুসারী অ্যাকাডেমিক ব্যাঙ্ক অব ক্রেডিট (এবিসি) আইডি চালু বাধ্যতামূলক করা থেকে আপাতত সরে দাঁড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত ৭ এপ্রিল পরীক্ষা নিয়ামক এক বিজ্ঞপ্তিতে জানান, এবিসি অথবা অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি (এপিএএআর) আইডি ছাড়া কোনও ছাত্রছাত্রী পরীক্ষার ফর্ম পূরণ করতে অথবা অ্যাডমিট কার্ড নিতে পারবেন না। এই নির্দেশিকায় আপত্তি জানান পড়ুয়াদের একাংশ এবং শিক্ষক সংগঠন আবুটা। তাদের বক্তব্য ছিল, ইউজিসি-র বিধি অনুযায়ী এবিসি-তে নাম নথিভুক্ত করা সম্পূর্ণ ঐচ্ছিক। এর পরেই পরীক্ষা নিয়ামক জানান, কোনও পড়ুয়া ইচ্ছুক না হলে এবিসি অথবা এপিএএআর আইডি না-ও দিতে পারেন। তবে এ-ও জানানো হয়েছে, নম্বর আপলোডের ক্ষেত্রে এই আইডি খুবই গুরুত্বপূর্ণ।
আবেদন এ মাসেই
}} নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোপথে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত পরিষেবা শুরুর জন্য রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র আগেই মিলেছিল। এ বার ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দরের মধ্যে পরিষেবা শুরু করতে কমিশনারের পরিদর্শনের জন্য চলতি মাসেই আবেদন জানানো হবে। শুক্রবার এ কথা জানান কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।