বৃদ্ধকে খুনে জওয়ানের যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা
পাঁচ বছর আগে এক বৃদ্ধকে পাথর দিয়ে থেঁতলে খুন
করে দেহ নর্দমায় ফেলে দেওয়ার ঘটনায় এক আরপিএফ জওয়ানকে
যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত। শুক্রবার দ্বিতীয়
অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সোমেশপ্রসাদ সিংহ এই সাজা শোনান।
সাজাপ্রাপ্তের নাম সুকান্ত সাহু। যাবজ্জীবনের সঙ্গে তার এক লক্ষ টাকা জরিমানা ও সেই টাকা অনাদায়ে আরও এক বছর সশ্রম
কারাবাস হয়েছে।
আদালত সূত্রের খবর, গুণনিধি সাহু নামে ৭৮ বছরের ওই বৃদ্ধ টাকা পেতেন সুকান্তের কাছে। ২০২০ সালের ৩ জুন সুকান্ত তাঁকে
গার্ডেনরিচের বাড়ি থেকে মোটরবাইকে করে তুলে
আনে তার শালিমারের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রাতে বাড়ির কাছে একটি শুনশান জায়গায়
বৃদ্ধকে নিয়ে গিয়ে পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে খুন করে।
এর পরে দেহটি নর্দমায় ফেলে
দেয়।