সতীর্থের বিরুদ্ধে অভিযোগ দীপ্তির
প্রতারিত বাংলার ক্রিকেটার দীপ্তি শর্মা। তিনি ২৫ লক্ষ টাকার প্রতারণা এবং গয়না চুরির অভিযোগ করেছেন ডব্লিউপিএলে ইউপি ওয়ারিয়র্সে খেলা তাঁরই সতীর্থ আরুষি গোয়েলের বিরুদ্ধে। দীপ্তির দাবি, আগ্রায় তাঁর ফ্ল্যাটে প্রবেশ করে সোনা ও রুপোর গয়না এবং ২ লক্ষ টাকার বিদেশি মুদ্রা চুরি করেছেন আরুষি। দীপ্তির ভাই সুমিত শর্মা আগ্রা সদর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে লেখা হয়েছে, আরুষি ও তাঁর বাবা-মা পারিপার্শ্বিক এবং আর্থিক সমস্যার কথা বলে নানা সময়ে দীপ্তির থেকে মোট ২৫ লক্ষ টাকা নিলেও তা ফেরত দেননি।
থাকছেন শ্রীনাথ
আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। মাঠে ভারতীয় দল না থাকলেও ম্যাচের আধিকারিক হিসেবে থাকছেন দুই ভারতীয়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যে পাঁচ জন আধিকারিকের নাম ঘোষণা করেছে, তাতে রয়েছেন জাভাগল শ্রীনাথ এবং নীতিন মেনন। মাঠে দুই আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও ক্রিস গাফানি। চতুর্থ আম্পায়ার নীতিন। ম্যাচ রেফারি শ্রীনাথ।
নজির রুটের
টেস্টে দ্রুততম ১৩ হাজার রানের নজির গড়লেন ইংল্যান্ডের জো রুট। টপকে গেলেন জাক কালিস, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং ও সচিন তেন্ডুলকরকে। প্রথম ইংরেজ ব্যাটসম্যান হিসেবে রুট ১৩ হাজার রান করলেন ১৫৩ টেস্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে জ়িম্বাবোয়ের প্রথম ইনিংস ২৬৫ রানে শেষ হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে তারা করেছে ৩০-২। পিছিয়ে রয়েছে ২৭০ রানে।
ফাইনালে সন্ধ্যারা
মেয়েদের আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার পরে কন্যাশ্রী কাপেরও ফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল। শেষ চারের দ্বৈরথে মশালবাহিনীর মেয়েরা ২-০ ফলে হারায় সাদার্ন সমিতিকে। ২৩ মিনিটে প্রথম গোল করেন সুলঞ্জনা রাউল। ২-০ করেন সন্ধ্যা মাইতি।