চ্যাম্পিয়ন মোহনবাগান
নিজস্ব সংবাদদাতা
অপ্রতিরোধ্য মোহনবাগান। জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ইডেনে শুক্রবার কালীঘাটকে চার উইকেটে হারিয়ে ট্রফি জিতল মোহনবাগান।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কালীঘাট। ২০ ওভারে তারা করে ১৭৯-৭। সর্বোচ্চ রান করেন সায়ন শেখর মণ্ডল (৪১ বলে ৬২ রান)। অন্য দিকে ২৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন শুভম চট্টোপাধ্যায়। দুই ওপেনারের ইনিংস কালীঘাটকে বড় রানের মঞ্চ গড়ে দিতে সাহায্য করে। মোহনবাগানের হয়ে ৩০ রানে তিন উইকেট নেন প্রদীপ কুমার।
জবাবে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মোহনবাগান। মাত্র ২৮ বলে বিধ্বংসী ৬২ রানের ইনিংস উপহার দেন সুদীপ কুমার ঘরামি। শুরুর দিকে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং মোহনবাগানের জন্য কাজটা অনেকটাই সহজ করে দেয়। শুভঙ্কর বল শেষ দিকে ১৬ বলে ৩১ রান করেন।
কালীঘাটের হয়ে কৌশিক মাইতি এবং অরুণ চাপরানা দু’টি করে উইকেট নেন। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই প্রতিপক্ষকে টক্কর দেয় মোহনবাগান। ম্যাচের সেরা হয়েছেন সুদীপ।
এর আগে সিএবি আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেট প্রতিযোগিতা এবং অম্বর রায় সাব জুনিয়র (অনূর্ধ্ব-১৩) ক্রিকেট প্রতিযোগিতাতেও সেরা হয়েছে মোহনবাগান। তাই আজ, শনিবার ক্লাব লনে পতাকা উত্তোলনের মাধ্যমে সেই সাফল্যকে উদ্যাপিত করা হবে।
চ্যাম্পিয়ন: জে সি মুখোপাধ্যায় ট্রফি জয়ের পরে মোহনবাগান। সিএবি