পিছিয়ে গিয়েও রুপো নীরজের, সোনা জিতলেন সেই ওয়েবার
নিজস্ব প্রতিবেদন
২৩ মে: দোহার পরে পোল্যান্ডেও নীরজ চোপড়াকে পিছিয়ে দিয়ে বাজিমাত করলেন য়ুলিয়ান ওয়েবার। ইয়ানুস কুসোসিনস্কি মেমোরিয়াল মিটে সোনা জিতলেন জার্মানির জ্যাভলিন থ্রোয়ার। তিনি ছুড়লেন ৮৬.১২ মিটার। একেবারে শেষ থ্রোয়ে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসেন নীরজ ৮৪.১৪ মিটার ছুড়ে। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (৮৩.২৪) পান ব্রোঞ্জ।
শুক্রবার চলতি মরসুমের তৃতীয় প্রতিযোগিতায় নেমেছিলেন নীরজ। বিশ্বের শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে লড়াই ছিল অলিম্পিক্সে জোড়া পদক জয়ীর। এক সপ্তাহ আগেই তিনি দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছোড়ার লক্ষ্য পূরণ করেছেন। টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী সেখানে ছুড়েছেন ৯০.২৩ মিটার। পোল্যান্ডেও তিনি সেই ছন্দ ধরে রেখে নতুন রেকর্ড গড়বেন, সেই আশা ছিল ভক্তদের।
যদিও ৯০ মিটারের বেশি ছুড়েও দোহায় সোনা জিততে পারেননি নীরজ। য়ুলিয়ান ওয়েবার সেখানে বাজিমাত করেন। তিনিও প্রথম বার ৯০ মিটারের বেশি ছুড়েছিলেন দোহায় (৯১.০৬ মিটার)। নীরজ চলতি মরসুম শুরু করেন এপ্রিলে দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় শীর্ষে শেষ করে। সেখানে তিনি ছুড়েছিলেন ৮৪.৫২ মিটার। নীরজ শিরোনামে উঠে আসেন বেঙ্গালুরুতে তাঁর নামাঙ্কিত প্রতিযোগিতা এন সি ক্ল্যাসিক আয়োজন নিয়ে। যা প্রথমে হওয়ার কথা ছিল ২৪ মে। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে তা
পিছিয়ে যায়।
শুক্রবার নীরজের প্রথম থ্রো বাতিল হয়। য়ুলিয়ান ওয়েবার সেখানে ছোড়েন ৮০.৭৭ মিটার এবং অ্যান্ডারসন ৮০.৭২ মিটার। দ্বিতীয় থ্রোতে ৮৬.১২ মিটার ছুড়ে শীর্ষস্থান মজবুত করেন ওয়েবার। নীরজের থ্রো সেখানে অতিক্রম করে ৮১.২৮ মিটার দূরত্ব। কিন্তু এর পরে নীরজের তৃতীয় ও চতুর্থ থ্রোও বাতিল হয়। এর মধ্যে অ্যান্ডারসনের তৃতীয় থ্রো ৮৩.২৪ মিটার অতিক্রম করে। তবে তাঁর পরের দুটি থ্রো ছিল ৮১.১৬ ও ৭৯.৭০ মিটার। শেষ রাউন্ডে তাঁর থ্রো বাতিল হয়। সেখানে ওয়েবার শুরু থেকেই শীর্ষে ছিলেন। তাঁর শেষ তিন থ্রো ছিল ৮১.৬৩, ৮৫.০৩ এবং ৮৫.১১। শেষ রাউন্ডের আগে যখন অনেকেই ধরে নিয়েছেন তৃতীয় স্থান পাচ্ছেন নীরজ তখনই ৮৪.১৪ মিটার ছোড়েন নীরজ। স্থানীয় তারকা মার্সিন ক্রুকোস্কি শেষ করেন পঞ্চম স্থানে। তাঁর সেরা থ্রো ৭৯.৪৭ মিটার।
এই নিয়ে টানা ২২টি প্রতিযোগিতায় নীরজ প্রথম দুই স্থানের মধ্যে শেষ করলেন। এ দিন যদিও কাজটা সোজা ছিল না। কারণ নীরজকে শেষ পর্যন্ত লড়াই করতে হয় রুপো ছিনিয়ে নিতে।
প্রতিদ্বন্দ্বী: নীরজের অভিনন্দন ওয়েবারকে। শুক্রবার পোল্যান্ডে। এক্স