নেমারের গোল সত্ত্বেও হার
নিজস্ব প্রতিবেদন
২৩ মে: চোটমুক্ত হয়ে তিনি মাঠে নামলেন। টাইব্রেকারে গোলও করলেন। কিন্তু প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে পারলেন না নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। সিআরবি-র বিরুদ্ধে ৪-৫ হেরে কোপা দো ব্রাজিল থেকে ছিটকে গেল স্যান্টোস এফসি।
কোপা দো ব্রাজিলের তৃতীয় পর্যায়ে প্রথম পর্বের ম্যাচ ১-১ শেষ হয়েছিল। দ্বিতীয় পর্বের দ্বৈরথে নেমারকে বাদ দিয়েই প্রথম একাদশ গড়েছিলেন স্যান্টোসের ম্যানেজার ক্লেবার জেভিয়ার। ৬৬ মিনিটে ব্রাজিল তারকাকে নামান তিনি। যদিও গোল করতে পারেননি নেমার। ফল গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নেমার গোল করে স্যান্টোসকে এগিয়ে দিলেও শেষরক্ষা হল না। ৫–৪ জেতে সিআরবি। হতাশ নেমার ম্যাচের পরে বলেছেন, ‘‘জানি, আমি মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হয়। ২০ বা ২৫ মিনিটেই আমি পার্থক্য গড়ে দিতে পারি। কিন্তু সব কিছু শুধু আমার ওপর নির্ভর করে না।’’
প্রত্যাবর্তন: টাইব্রেকারে গোল নেমারের। ফাইল চিত্র