প্রত্যাশা পূরণ করতে পারিনি, বলছেন রাসেল
নিজস্ব প্রতিবেদন
২৩ মে: কলকাতা নাইট রাইডার্সের হয়ে এ বার প্রত্যাশা অনুযায়ী খেলতে না পেরে দুঃখিত আন্দ্রে রাসেল।
কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিয়ো দিয়েছে সমাজমাধ্যমে। সেখানে রাসেল বলেছেন, ‘‘এই বছরটা আমাদের ছিল না। আমরা এমন কয়েকটি ম্যাচ হেরেছি যা আমাদের উচিত ছিল না।’’ যোগ করেন, ‘‘সেই ম্যাচগুলো আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এখন বুঝতে পারছি কতটা ভুল করেছি। আমরা যদিও পেছনের দিকে তাকাতে চাই না। পরের মরসুমে আরও ধারাবাহিক হতে হবে। আমরা সেটা এই বছর পারিনি।’’
এত ব্যর্থতার পরেও পাশে থেকেছেন নাইট সমর্থকেরা। তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি রাসেল। বলেছেন, ‘‘দর্শকেদর জন্য বিশেষ ধন্যবাদ। আমাদের প্রতিটি ম্যাচে সমর্থন করেছেন। আমরা ভাল না খেললেও তাঁরা পাশে ছিলেন। এই মরসুমে আমরা সেরাটা দিতে পারিনি। তবে হতাশ হবেন না। পরের মরসুমে আমরা আরও ভাল কিছু
করে দেখাব।’’
রবিবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। সেই ম্যাচ জেতার মরিয়া চেষ্টা করবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। রাসেল বলেছেন, ‘‘আমরা কখনও হারার জন্য নামি না। জেতার জন্যই নামি। এ বার সত্যি বোঝা যায়নি কেন এ রকম হল। শেষ ম্যাচে আমরা সবটুকু উজাড় করে দিয়ে জেতার চেষ্টা করব।’’
সেই ভিডিয়োয় বেঙ্কটেশ আয়ারও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। বলেছেন, ‘‘আমরা শেষটা ভাল ভাবে করতে চাই।’’