মোবাইল জমা রেখে বুথে
}} এ বার থেকে ভোটাররা ভোটকেন্দ্রে তাঁদের মোবাইল জমা রাখতে পারবেন। ভোটারদের সুবিধার জন্য নতুন এই ব্যবস্থা চালুর কথা শুক্রবার এক নির্দেশে জানাল জাতীয় নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, নতুন এই নিয়মে ভোটকেন্দ্রে ঢোকার মুখে ভোটারদের একটি করে চটের থলে দেওয়া হবে। নিজেদের মোবাইল ফোন বন্ধ করে তাতে ভরে দিতে হবে। ফোন চালু রেখে ভোটারদের ভোটকেন্দ্রে ঢোকার অনুমতি দেবে না কমিশন। তবে স্থানীয় পরিস্থিতি প্রতিকূল হলে, অবস্থা বিবেচনা করে রিটার্নিং অফিসার কিছু নির্দিষ্ট ভোটকেন্দ্রকে এই নিয়ম থেকে অব্যাহতি দিতে পারেন। ১৯৬১-এর নির্বাচন আইনের ৪৯তম বিধি অনুযায়ী, এ বার থেকে ভোটকেন্দ্রের ভিতরে ভোটদানের গোপনীয়তা নিশ্চিত করতে এই নিয়ম কঠোর ভাবে প্রয়োগ হবে। ভোটের দিন ভোটকেন্দ্র থেকে রাজনৈতিক দলগুলির অস্থায়ী ক্যাম্পের দূরত্ব ২০০ মিটার থেকে কমিয়ে ১০০ মিটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
‘ভাষাগত ত্রুটি’
}} কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য শুক্রবার মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ফের ক্ষমা চান। নিজের মন্তব্যকে ‘ভাষাগত ত্রুটি’ বলে দাবি করেন তিনি। এক ভিডিয়ো বার্তায় ওই মন্ত্রী বলেন, “ভুল করে যে কথাগুলো বলেছি, তার জন্য ভারতীয় সেনাবাহিনী, বোন কর্নেল সোফিয়া এবং সমস্ত দেশবাসীর কাছে আবারও করজোড়ে ক্ষমা চাইছি।” তিনি আরও বলেন, “বোন সোফিয়া জাতি ও ধর্মের ঊর্ধ্বে উঠে ভারতের গৌরব বয়ে এনেছেন। তিনি আমাদের নিজের বোনের চেয়েও বেশি সম্মানিত। জাতির প্রতি তাঁর সেবার জন্য তাঁকে কুর্নিশ জানাই। আমরা স্বপ্নেও তাঁকে অপমান করার কথা ভাবতে পারি না। তবুও, যদি আমার কথা সমাজ ও ধর্মকে আঘাত করে থাকে, তা হলে আমি ১০ বার ক্ষমা চাইতে প্রস্তুত।”
তারুরের নেতৃত্বে
}} পাকিস্তান কী ভাবে সন্ত্রাসে মদত দিয়ে থাকে, তা বিশ্বের সামনে তুলে ধরতে সব দলের প্রতিনিধিদের নিয়ে এক একটি দল বিভিন্ন দেশে যাচ্ছে। আজ, শনিবার কংগ্রেস সাংসদ শশী তারুরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি আমেরিকার উদ্দেশে রওনা হবে। শুক্রবার তারুর বলেন, ‘‘আমাদের প্রতিনিধিদলটি পাঁচটি দেশে যাবে। বার্তার মূল লক্ষ্য হল, ১৯৮৯ সাল থেকে সীমান্ত পেরিয়ে পাক মদতে জঙ্গিরা ভারতে কী ভাবে ভয়াবহ সন্ত্রাস চালাচ্ছে, সে ব্যাপারে দেশগুলিকে অবগত করা।
খুলছে স্কুল
}} এ মাসের শুরুতে ভারত-পাকিস্তান সংঘাতের সময়ে গোলাবর্ষণের ফলে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার ধাঙ্গরি ব্লকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। দু’সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পরে এলাকার স্কুলগুলি ধীরে ধীরে খুলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ফের ক্লাস শুরু হয়েছে। গোলাগুলির সময় স্কুল ভবনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় শিক্ষক নরেন্দ্র কুমার শুক্রবার বলেন, “১০ মে থেকে স্কুল বন্ধই ছিল। তবে গত কাল থেকে আমরা স্কুল খুলেছি।”
মিষ্টির নাম বদল
}} ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে রাজস্থানের জয়পুরের মিষ্টির দোকানগুলি বিভিন্ন মিষ্টির নাম বদলে ফেলেছে। এক দোকানদার জানিয়েছেন, তাঁরা বিভিন্ন মিষ্টির নাম থেকে ‘পাক’ শব্দটি বাদ দিয়ে ‘শ্রী’ শব্দটি যোগ করেছেন। সেই অনুযায়ী, ‘মোতি পাক’ হয়েছে ‘মোতি শ্রী’, ‘গন্ড পাক’ হয়েছে ‘গন্ড শ্রী’, ‘মাইসোর পাক’ হয়েছে ‘মাইসোর শ্রী’। যদিও এ ক্ষেত্রে ‘পাক’ বলতে পাকিস্তানকে বোঝায় না। এখানে ‘পাক’ মানে রন্ধন ক্রিয়া।