ধৃত আরও ১
নয়ডা, ২৩ মে: রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকা এবং পাকিস্তানি চর হিসেবে কাজ করার অভিযোগে গত কাল নয়ডা থেকে মহম্মদ হারুন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে পাকিস্তানি ভিসা পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, দেশের নিরাপত্তা ও সেনা সংক্রান্ত স্পর্শকাতর ছবি-তথ্য পাচার, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
ধৃত হারুন দিল্লিতে থাকত। সেখানে ব্যবসা করত সে। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখার কাছে হারুনের পাক-যোগের তথ্য আসে। তার থেকে দু’টি মোবাইল ফোন ও ১৬,৯০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, পাকিস্তান হাই কমিশনের এক কর্মীর সঙ্গে হাত মিলিয়ে পাক ভিসা পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা আদায় করত হারুন। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সে জানিয়েছে, পাকিস্তানে তার আত্মীয়েরা থাকে। সেই সূত্রে পাকিস্তানি হাই কমিশনে তার যাতায়াত শুরু। সেখানেই ওই কর্মীর সঙ্গে আলাপ। তার পরে তারা নিয়মিত যোগাযোগ রাখত। সংবাদ সংস্থা