মোদীর বার্তা
গুয়াহাটি, ২৩ মে: বহু অনুরোধের পরেও দু’বছর ধরে সংঘর্ষ জর্জরিত মণিপুরে একটি বার পা রাখার সময় পাননি তিনি। কিন্তু শুক্রবার দিল্লিতে ‘রাইজ়িং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিটে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, ‘‘উত্তর-পূর্বাঞ্চল সমস্যাসঙ্কুল অতীত কাটিয়ে অভূতপূর্ব অগ্রগতির সাক্ষী হচ্ছে। উন্নয়ন ও লগ্নির কেন্দ্রে পরিণত হওয়ার পথে সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্যই এখানকার সবচেয়ে বড়
শক্তি।’’ এ দিন সম্মেলনে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের কর্ণধার মুকেশ অম্বানী উত্তর-পূর্বে পাঁচ বছরে ৭৫,০০০ কোটি টাকা লগ্নির ঘোষণা করেছেন। বাড়তি ৫০,০০০ কোটি লগ্নির প্রতিশ্রুতি দিয়েছেন আদানি গোষ্ঠীর গৌতম আদানি। বেদান্তের কর্ণধার অনিল আগরওয়াল বলেছেন ৮০,০০০ কোটি টাকা ঢালার কথা।
নিজস্ব সংবাদদাতা