ভারত নিয়ে রাগ, অ্যাপলকে শুল্ক হুমকি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদন
আমেরিকায় বিক্রি করার আইফোনগুলিরও বেশির ভাগটা অ্যাপল ভারতে তৈরি করবে বলে জানিয়েছিলেন সংস্থার সিইও টিম কুক। তাতে রেগে আগুন হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে তীব্র অসন্তোষ প্রকাশ করে পরিষ্কার জানান, তিনি চান না অ্যাপল আমেরিকা ছেড়ে ভারতে এসে তাদের পণ্য তৈরি করুক। তবে এ বার আরও এক কদম এগিয়ে খোলাখুলি অ্যাপলকে হুমকি দিলেন তিনি। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ভারত বা অন্য কোথাও তৈরি আইফোন আমেরিকায় বিক্রি হলেই সংস্থাকে কমপক্ষে
২৫% শুল্ক দিতে হবে। এ দিন পরে অবশ্য তিনি মন্তব্য করেন, শুধু আইফোন নয়, জুনের শেষে বিদেশে তৈরি সমস্ত স্মার্টফোনেই
২৫% শুল্ক বসবে আমেরিকায়।
তার আগে ‘ট্রুথ সোশ্যাল’ সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, তিনি কুককে বহু দিন আগেই বলেছিলেন আমেরিকায় বিক্রির আইফোনগুলি যেন দেশের মাটিতেই তৈরি করে তাঁরা। এখন তাঁর কথা মেনে না চললে সংস্থাকে চড়া মাসুল গুনতেই হবে।
অ্যাপলকে ট্রাম্পের এই কড়া বার্তার প্রেক্ষিতে এ দিন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনতে মোদী সরকারকে বিঁধে বলেন, ‘‘এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প চার দিনে দ্বিতীয় বার এ কথা বললেন (অ্যাপলকে ভারতে আইফোন তৈরি না করার বার্তা)। ট্রাম্প কেন ভারতে লগ্নি এবং উৎপাদনের উপরে হামলা করছেন? মোদীজি আপনি কি চুপ করেই থাকবেন? জয়শঙ্করজি আপনার থেকে তো কিছু আশা করাই অর্থহীন।’’
অ্যাপলের ব্যবসার মানচিত্রে সাম্প্রতিককালে গুরুত্ব বেড়েছে ভারতের। এক দিকে ব্যবসা করার জন্য সম্ভাবনাময় বিশাল বাজার। গত অর্থবর্ষে ৬০% বেশি আইফোন তৈরি হয়েছে। তার উপর সংস্থার এত দিনের বড় উৎপাদন কেন্দ্র চিনে বিপুল শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। এই সমস্ত কারণেই জুন ত্রৈমাসিক থেকে ভারতে উৎপাদন আরও বৃদ্ধির পরিকল্পনা করে অ্যাপল। এতে ট্রাম্প আগেই রেগে গিয়ে ভারতে উৎপাদন বৃদ্ধি বন্ধ করতে বললেও পরিকল্পনায় অনড় ছিল সংস্থা। সংশ্লিষ্ট মহলের মতে, কড়া বার্তায় কাজ হয়নি বুঝেই এ বার শুল্কের হুমকি।
বিশেষজ্ঞদের বক্তব্য, চড়া শুল্ক এবং উৎপাদনের বেশি খরচ আমেরিকায় আইফোনকে আরও দামি করবে। অ্যাপলের জোগান শৃঙ্খল এশিয়া নির্ভর (চিন, ভারত, ভিয়েতনাম)। উৎপাদন আমেরিকায় সরানো শুধু অবাস্তব নয়, অসম্ভব।