প্রয়াত আলোকচিত্রী
ব্রাসিলিয়া, ২৩ মে: তাঁর তোলা সাদা-কালো ছবির মাধ্যমে ব্রাজ়িলের অ্যামাজ়ন অরণ্যকে চিনেছিল বিশ্ব। একাশি বছর বয়সে মৃত্যু হল সেই ব্রাজ়িলিয়ান আলোকচিত্রী সেবাস্টিয়ো সালগাদোর। স্ত্রী লেইলা ওয়ানিক সালগাদোরের সঙ্গে মিলে পরিবেশ পুনর্গঠনের লক্ষ্যে ‘ইনস্টিটিউটো টেরা’ নামে সংস্থা তৈরি করেছিলেন তিনি। সেই সংস্থার পক্ষেই জানানো হয়েছে সেবাস্টিয়োর মৃত্যুসংবাদ। ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব ফাইন আর্টস’-এর তরফে বলা হয়েছে, ‘‘মানুষের অবস্থা ও পৃথিবীর পরিস্থিতির তিনি ছিলেন এক অন্যতম সাক্ষী।’’
সংবাদ সংস্থা