পাকিস্তানকে
ঋণের ব্যাখ্যা
}} পাকিস্তানকে একশো কোটি ডলার ঋণ দেওয়া নিয়ে ভারতের আপত্তির জবাবে মুখ খুলল আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)। তারা জানিয়েছে, পাকিস্তান এই ঋণ পাওয়ার জন্য প্রয়োজনীয় সব লক্ষ্যই পূরণ করেছে। সে কারণেই ঋণ দিতে বাধা ছিল না। ইএফএফ নামে যে প্রকল্পের অধীনে পাকিস্তানের ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থভান্ডার, তাতে দু’দফায় মোট ২১০ কোটি ডলার ঋণ পাবে পাকিস্তান। পহেলগাম হত্যাকাণ্ডের পরে দ্বিপাক্ষিক উত্তেজনার আবহেই আন্তর্জাতিক অর্থভান্ডার পাকিস্তানকে একশো কোটি ডলার ঋণ দেওয়ায় তীব্র আপত্তি জানায় ভারত। নয়াদিল্লি সরাসরি দাবি করেছিল, ওই বিপুল পরিমাণ অর্থ সন্ত্রাসবাদীদের হাতে তুলে দেবে পাকিস্তান। আন্তর্জাতিক অর্থভান্ডারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছিল ভারত।
যাচ্ছেন ডোভাল
}} জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ২৭ মে থেকে তিন দিনের সফরে মস্কো যাচ্ছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ডোভাল তেরোতম আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধিদের বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকের সভাপতিত্ব করবেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু। তাঁর সফরের গুরুত্ব বেড়েছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে, যেখানে ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে উন্নত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসন্ন সফরে ডোভাল বাকি দু’টি এস-৪০০ স্কোয়াড্রনের দ্রুত সরবরাহের বিষয়ে আলোচনা করবেন, যা ২০২৫-এর শেষে এবং ২০২৬ সালে আসার কথা।