ঘরে এল নতুন অতিথি
পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া সেনগুপ্তের পুত্রসন্তান হয়েছে রবিবার। শহরের এক বেসরকারি হাসপাতালে এ দিন ছেলের জন্ম দেন পিয়া। এখন মা ও ছেলে দু’জনেই সুস্থ আছে। এ বছরের গোড়াতেই ফেব্রুয়ারি মাসে সন্তানসম্ভাবনার কথা প্রকাশ্যে আনেন পরমব্রত ও পিয়া। জুনের শেষে আবার পরমব্রতর জন্মদিন। অভিনেতার জন্মমাসেই ভূমিষ্ঠ হল তাঁর ছেলেও। ২০২৩-এর ২৭ নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন পমরব্রত ও পিয়া।
পরমব্রতর হাতে একাধিক ছবি ও ওয়েব সিরিজ়ের কাজ রয়েছে। বাংলায় ‘অসুখ বিসুখ’, ‘আবার হাওয়া বদল’। হিন্দিতে রয়েছে ‘নোটারি’, ‘গুলাবি’। সব ক’টির কাজই মোটামুটি সারা। কিছু দিন আগেই পরমব্রত জানিয়েছিলেন, বাবা হওয়ার পর কাজ থেকে সাময়িক বিরতি নেবেন। এই সময়টা তিনি সন্তান ও স্ত্রীর সঙ্গে উপভোগ করতে চান। বাংলায় একটি ছবি পরিচালনার পরিকল্পনাও করছিলেন তিনি। কিন্তু ফেডারেশন এবং পরিচালক গোষ্ঠীর মধ্যে চলতে থাকা ঝামেলার জেরে এই কাজ নাকি পিছিয়ে দিয়েছেন পরমব্রত। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে তাঁর ছবি ‘সোনার কেল্লায় যকের ধন’, গত শুক্রবার মুক্তি পেয়েছে সেটি।