রিঙ্কু সিংহের বাগদান ৮ জুন
নতুন ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু সিংহ। আগামী ৮ জুন লখনউয়ে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সম্পন্ন হবে কলকাতা নাইট রাইডার্স তারকার। গত বছর আইপিএলে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন রিঙ্কু। আইপিএল ফাইনালের আগেই বাগদান পর্বের দিন চূড়ান্ত করে ফেললেন তিনি। রিঙ্কুর হবু স্ত্রী ২৫ বছর বয়সি প্রিয়া উত্তর প্রদেশের মছলিশহর আসন থেকে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন।
গুকেশের হার
ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে নরওয়ে দাবায় শীর্ষস্থান দখলে রাখলেন ম্যাগনাস কার্লসেন। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন ডি. গুকেশ হেরে গেলেন উই ই-র কাছে। জন্মদিনে গুকেশ নাকামুরাকে হারিয়েছিলেন। কিন্তু চিনের গ্র্যান্ডমাস্টার কাছে হেরে পঞ্চম স্থানে নেমে গেলেন।
বিধ্বংসী রুট
ইংল্যান্ডকে জেতালেন জো রুট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ১৩৯ বলে অপরাজিত ১৬৬ রান করে। ওয়েস্ট ইন্ডিজের রান ৪৭.৪ ওভারে ৩০৮। ইংল্যান্ড সে রান ৪৮.৫ ওভারে তুলে ২-০ সিরিজ়ও জিতল।
জুটি: হবু স্ত্রী সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে রিঙ্কু। ফাইল চিত্র