স্বপ্নের ইনিংসে দলকে ফাইনালে তুললেন শ্রেয়স, বিদায় মুম্বইয়ের
পঞ্জাবের সামনে আরসিবি, নতুন চ্যাম্পিয়নের অপেক্ষা
নিজস্ব প্রতিবেদন
১ জুন: একার হাতে পঞ্জাব কিংসকে ফাইনালে তুলে দিলেন শ্রেয়স আয়ার। করলেন ৪১ বলে অপরাজিত ৮৭ রান। মারলেন আটটা ছয়, পাঁচটি চার। মুম্বই ইন্ডিয়ানসের তোলা ২০৩ রান এক ওভার বাকি থাকতে তুলে দিল পঞ্জাব, পাঁচ উইকেট হারিয়ে। ফাইনালে শ্রেয়সের পঞ্জাবকে খেলতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। মুম্বই বিদায় নেওয়ায় এ বার নতুন এক চ্যাম্পিয়নকে পেতে চলেছে আইপিএল।
অধিনায়ক হিসেবে গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স। এ বার পঞ্জাবকে ফাইনালে তুলে দিলেন তিনি। পঞ্জাব কিংস এবং আরসিবি, দু’টো দলের কেউই আইপিএল জেতেনি। বিরাটের আরসিবি শেষ বার ফাইনাল খেলেছিল ২০১৬ সালে। সেবার হেরে যায় সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে। পঞ্জাব এক বারই ফাইনালে উঠেছিল। ২০১৪ সালের সেই ফাইনালে হার মানতে হয় কলকাতা নাইট রাইডার্সের কাছে।
পঞ্জাব কিংসের ব্যাটিংয়ে প্রথম ছয়ের মধ্যে চার জনই ‘আনক্যাপড’ ব্যাটসম্যান। অর্থাৎ, জাতীয় দলের প্রতিনিধিত্ব যাঁরা করেননি। যেমন, দুই ওপেনার প্রভসিমরন সিংহ এবং প্রিয়াংশ আর্য। মাঝের সারিতে নেহাল ওয়াধেরা এবং শশাঙ্ক সিংহ। এ দিন প্রভসিমরন এবং প্রিয়াংশ রান পাননি। পাল্টা আক্রমণ শুরু করেন জশ ইংলিস। ২১ বলে ৩৮ রান করেন অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
তবে পঞ্জাবকে লড়াইয়ে নিয়ে আসেন শ্রেয়স আয়ার এবং নেহাল ওয়াধেরা। এই দুই ব্যাটসম্যানের জুটিতে উঠে যায় ৮৪ রান। ওয়াধেরা ফিরে যান ২৯ বলে ৪৮ রান করে। কিন্তু শ্রেয়স ছিলেন একটা দিকে। অপরাজিত থেকে দলকে ফাইনালে তুলে দিলেন তিনি।
ম্যাচ শুরুর মুখেই বৃষ্টি নামায় খেলা শুরু হতে হতে রাত পৌনে দশটা বেজে যায়। তবে তাতে যে ব্যাটসম্যানদের খুব সমস্যা হয়েছে, তা বলা যাবে না। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়কই ছিল। সেই পিচে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মুম্বইয়ের ওপেনার জনি বেয়ারস্টো। কিন্তু রান পেলেন না রোহিত শর্মা। দ্বিতীয় কোয়ালিফায়ারে আউট হয়ে গেলেন মাত্র আট রান করে।
মুম্বইয়ের হয়ে কেউ বড় রান না করলেও বেয়ারস্টো (২৪ বলে ৩৮), তিলক বর্মা (২৯ বলে ৪৪) এবং সূর্যকুমার যাদব (২৬ বলে ৪৪) মিলে দলের রান দু’শো পার করে দেন। তবে শেষ দিকে যতটা বেশি রান হবে বলে প্রত্যাশা করা হয়েছিল, তা ওঠেনি। শেষ দিকে নমন ধির ১৮
বলে ৩৭ করেন। আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফেভারিট ধরছেন অনেকেই। তাঁদের মধ্যে আছেন ডেভিড ওয়ার্নারও। তিনি মনে করেন, জশ হেজ়লউড সেরা ক্রিকেটার হবেন ফাইনালে।
দুরন্ত: ৪১ বলে অপরাজিত ৮৭ করে নায়ক শ্রেয়স। পিটিআই
হতাশ: ম্যাচের পরে বিধ্বস্ত হার্দিক। রবিবার। পিটিআই