কলকাতা শুকনো, আমদাবাদে বৃষ্টি, বিতর্ক বোর্ডের সিদ্ধান্তে
নিজস্ব প্রতিবেদন
১ জুন: বৃষ্টির কারণে রবিবার আমদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার শুরু হল দু’ঘণ্টা পনেরো মিনিট দেরিতে। আর যে মাঠ থেকে বৃষ্টির কারণ দেখিয়ে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার আর ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছিল, সেই ইডেনে রবিবার ড্যাংড্যাং করে হয়ে গেল লিগ ফাইনালের প্রথম দিন। এর পরে ভারতীয় বোর্ডের ম্যাচ সরানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গেল সমাজমাধ্যমে।
যে বৃষ্টির কারণ দেখিয়ে কলকাতা থেকে আইপিএলের শেষ দু’টো ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছিল, সেই বৃষ্টিই রবিবার ইডেনের বদলে হানা দিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। বৃষ্টির কারণে ম্যাচ যত পিছিয়েছে, সমাজমাধ্যমে তত উষ্মা প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের প্রশ্ন ছিল একটাই— কলকাতা থেকে কোন যুক্তিতে আইপিএলের ম্যাচ সরানো হল? ইডেনে খেলা হলে নির্বিঘ্নে ম্যাচ শুরু হয়ে যেত।
এ দিন পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচে টস হওয়ার পরেই বৃষ্টি নেমে যায় আমদাবাদে। বৃষ্টি এত জোরে হচ্ছিল যে, একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ বুঝি বাতিল হয়ে যাবে। অথচ ওই সময়ই ইডেনে নির্বিঘ্নে হয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ।
সিএবি প্রথম ডিভিশন লিগ ফাইনালে ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচের প্রথম দিনে এক ফোঁটাও বৃষ্টি পড়ল না ইডেনে। অথচ বৃষ্টির জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুরু হয় রাত ৯.৪৫ থেকে। আম্পায়াররা অবশ্য কোনও ওভার কমাননি। আইপিএলের মাঝপথে চালু নতুন নিয়ম অনুযায়ী, প্লে-অফের জন্য বাড়তি দু’ঘণ্টা বরাদ্দ করা আছে। নিয়ম অনুযায়ী, রাত ৯.৪০ মিনিটেও ম্যাচ শুরু করা গেলে পুরো ওভার হবে ম্যাচে। এ দিন দ্বিতীয় কোয়ালিফায়ার রাত ৯.৪৫ মিনিটে শুরু হলেও ওভার কমেনি। তবে আউটফিল্ড যে স্যাঁতস্যাঁতে ছিল, তা বলছিলেন ধারাভাষ্যকাররা। এই ম্যাচে যদি একটা বলও না খেলা হত, তা হলে ছিটকে যেত মুম্বই ইন্ডিয়ানস। গ্রুপ লিগে শীর্ষে থাকার কারণে ফাইনালে চলে যেত পঞ্জাব কিংস। যে কারণে মুম্বই ক্রিকেটাররা বেশি উৎসাহী ছিলেন ম্যাচ শুরু করার জন্য।
কলকাতায় যে বৃষ্টির আশঙ্কা রয়েছে তা অনুমান করে ম্যাচ সরায় ভারতীয় বোর্ড। অথচ সিএবি কর্তারা দেখিয়ে দিলেন, একই দিনে ইডেনে ম্যাচ আয়োজন করা সম্ভব। প্রথম ডিভিশনের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল ২৭-২৮ মে। কিন্তু সিএবি কর্তারা দেখাতে চেয়েছিলেন, ১ জুন ইডেনে ম্যাচ আয়োজন করতে সমস্যা হবে না। কোনও সমস্যা ছাড়াই প্রথম দিনের ম্যাচ হয়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এ দিন বলেছেন, ‘‘যে উপগ্রহের মাধ্যমে কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বলে রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই উপগ্রহ ধরতেই পারল না যে এ দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও বৃষ্টি হতে পারে?’’
এ দিন ভবানীপুর ক্লাব প্রথমে ব্যাট করে তোলে তিন উইকেটে ২৫৭ রান। ১০২ রানে অপরাজিত শাকির হাবিব গান্ধী। ৯৩ রান করেছেন অভিষেক রামন। ৫১ রানে অপরাজিত
অরিন্দম ঘোষ।
দুই-মেরু: খটখটে শুকনো ইডেনে চলছে লিগ ফাইনাল। বৃষ্টির ধাক্কায় ম্যাচ তখন বন্ধ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। নিজস্ব চিত্র, পিটিআই