চতুর্থ রাউন্ডে আলকারাস, দুরন্ত প্রত্যাবর্তনে শেষ আটে ইগা
নিজস্ব প্রতিবেদন
১ জুন:পরপর দু’রাউন্ডে তিনি এক সেট হারিয়ে জিতেছিলেন। রবিবারও ব্যতিক্রম হল না। গত বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস চার সেট লড়াই করে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন। হারালেন আমেরিকার ১৩ নম্বর বাছাই বেন শেল্টনকে। ফল ৭-৬ (৮), ৬-৩, ৪-৬, ৬-৪।
ম্যাচ জিতে স্পেনের তারকা বলেন, ‘‘আজ আমি মনে মনে নিজের সঙ্গেই লড়াই করছিলাম। মাঝে মাঝেই রেগে যাচ্ছিলাম। কথা বলছিলাম নিজের সঙ্গেই। তাই নিজেকে শান্ত করার চেষ্টা করি। এ সব যে আমার বিরুদ্ধে যায়নি তাতেই খুশি।’’ যোগ করেন, ‘‘প্রত্যেক বার আমরা যখন মুখোমুখি হই খেলার মানটা অনেক উপরে থাকে। বেন খুব শক্তিশালী খেলোয়াড়। যে কোনও শট নেওয়ার ক্ষমতা রাখে। বেন-এর সঙ্গে খেলার অভিজ্ঞতাই অন্যরকম।’’
রাফায়েল নাদালের শিষ্য আলকারাসের জয়ের আগের দিন (ভারতীয় সময়ে মধ্যরাতে) নোভাক জোকোভিচ তৃতীয় রাউন্ডের ম্যাচে জেতেন। স্ট্রেট সেটে তিনি উড়িয়ে দেন যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে আসা অস্ট্রেলিয়ার ফিলিপ মিসোলিচকে ফল ৬-৩, ৬-৪, ৬-২।
চতুর্থ রাউন্ডে ওঠার পাশাপাশি ফরাসি ওপেনে জোকোভিচ ৯৯টি ম্যাচ জিতলেন। রলঁ গারোসে সার্বিয়ার মহাতারকার চেয়ে বেশি ম্যাচ জিতেছেন শুধু এক জনই, ক্লে-কোর্টের সম্রাট, ১৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। স্প্যানিশ কিংবদন্তির ফরাসি ওপেনে জয়-হারের পরিসংখ্যান ১১২-৪। শুধু ফরাসি ওপেনেই নয়, জোকোভিচ ৯৯ ম্যাচ জিতেছেন অস্ট্রেলীয় ওপেনেও। সেখানে তিনি ১০ বারের চ্যাম্পিয়ন। উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেনে তাঁর জয়ের সংখ্যা যথাক্রমে ৯৭ ও ৯০।
শনিবার ২ ঘণ্টা ৯ মিনিটের ম্যাচে আগাগোড়া নিয়ন্ত্রণ ছিল জোকোভিচের। এই নিয়ে টানা ১৬ বছর প্যারিসে শেষ ষোলোয় উঠলেন তিনি। ৩৮ বছর বয়সি তিন বারের রলঁ গারোস চ্যাম্পিয়ন এ বার প্যারিসে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিযানে নেমেছেন। জোকোভিচ ম্যাচের পরে বলেছেন, ‘‘এ ভাবেই এগিয়ে যেতে চাই। প্রতি বার যখন এই কোর্টে নামি, ইতিহাস গড়ার হাতছানি থাকে।’’ চতুর্থ রাউন্ডে তাঁর সামনে ব্রিটেনের ক্যামেরন নরি। যাঁর বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে জোকোভিচ এগিয়ে আছেন ৫-০। তবে নরি প্রথম রাউন্ডেই হারিয়েছেন ১১তম বাছাই দানিল মেদভেদেভকে।
মেয়েদের সিঙ্গলসে রবিবার কোয়ার্টার ফাইনালে উঠলেন চার বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা শিয়নটেক। এর মধ্যে তিনটি ট্রফি এসেছে গত তিন বছরে। কিন্তু রবিবার তাঁকে প্রবল লড়াই করতে হল কাজাখস্তানের এলেনা রেবাকিনার বিরুদ্ধে। শেষ পর্যন্ত তিনি জেতেন ৬-১, ৩-৬, ৫-৭। একটা সময় তো প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন রেবাকিনা ৬-১, ২-০ এগিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়ান ইগা। ‘‘চাপের মুখেও যে জিততে পারি সেটা অনুভব করতে এ রকম জয় প্রয়োজন। একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম। প্রথম সেটে তো মনে হচ্ছিল যেন আমার সামনে ইয়ানিক সিনার খেলছে (পুরুষদের বিশ্বের এক নম্বর)।’’
শেষ আটের লড়াইয়ে পোল্যান্ডের তারকার মুখোমুখি ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনা। যিনি তিন বার ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ছিটকে দিয়েছেন চতুর্থ বাছাই জ্যাসমিন পাওলিনিকে। ফল ৪-৬, ৭-৬ (৬), ৬-১।
আকর্ষণ: চার সেটে তৃতীয় রাউন্ডের ম্যাচ জেতার পথে আলকারাস। রবিবার ফরাসি ওপেনে। রয়টার্স
প্রত্যাবর্তন: এক সেট হারিয়ে ঘুরে দাঁড়ালেন ইগা। রয়টার্স