বিদেশে মনীষী-স্মরণ
বাংলার দুই সাংসদের
নিজস্ব সংবাদদাতা
পাকিস্তানের সঙ্গে সংঘাত-পরবর্তী সময়ে ৩২টি দেশে ৭টি সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত সরকার। সেই দলে বাংলা থেকে জায়গা পেয়েছেন দুই সাংসদ। বিদেশের মাটিতে তাঁরা স্মরণ করছেন বাঙালি মনীষীদের।
মালয়েশিয়া সফরের মাঝে রবিবার রামকৃষ্ণ মিশনে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুয়ালালামপুরে এ দিন পেটালিং জায়ার রামকৃষ্ণ মিশনের ভবনে যান অভিষেক। শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর পরে মিশনের মহারাজের সঙ্গে একান্ত আলোচনায় বেশ কিছুটা সময়
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রতিনিধিদলের হয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য পৌঁছেছেন লন্ডনে। সেখানে টেগোর পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
শমীকের বক্তব্য, ‘‘রবীন্দ্রনাথ শুধু তাঁর জীবদ্দশাতেই প্রাসঙ্গিক ছিলেন তা নয়, মৃত্যুর এত বছর পরেও তিনি প্রাসঙ্গিক।’’ তাঁর
সংযোজন, ‘‘কোনও কোনও দেশ অস্ত্র বিক্রির জন্য, নিজেদের প্রতিপত্তি বজায় রাখতে কিংবা হস্তক্ষেপের উদ্দেশ্যে যুদ্ধ জিগির বজায়
রাখতে চায়। যা মানবতার
আদর্শের বিরোধী।’’