হুমায়ুনের
জেল হেফাজত
}} বনগাঁ শহরের একটি মাদ্রাসায় ধারালো অস্ত্র দিয়ে দুই শিক্ষক-সহ চার জনকে জখম করার ঘটনায় ধৃত মেমারির হুমায়ুন কবীরকে ১২ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠাল মহকুমা আদালত। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে বনগাঁয় তার দেখানো একটি জায়গা থেকে ছুরি, রড এবং ব্লেড উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ওই ছুরি দিয়েই গত বুধবার সন্ধ্যায় হুমায়ুন মাদ্রাসায় হামলা চালিয়েছিল। সে দিন গ্রেফতার হওয়ার পরে তাকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল বনগাঁ মহকুমা আদালত। সেই মেয়াদ পূর্ণ হওয়ায় রবিবার হুমায়ুনকে ফের ওই আদালতে হাজির করানো হয়। আদালতের নির্দেশ মতো এ দিনই তাকে বনগাঁ উপ-সংশোধনাগারে পাঠানো হয়। ধৃতের বিরুদ্ধে পুলিশ খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত করছে।