পিজির সাফল্য
জাতীয় স্বাস্থ্য মিশনের ‘লক্ষ্য’ এবং ‘মুসকান’ প্রকল্পে ৯০ শতাংশের উপরে নম্বর পেল এসএসকেএম হাসপাতাল। রাজ্য স্বাস্থ্য দফতরের মিশন অধিকর্তাকে চিঠি পাঠিয়ে সেই কথা জানাল স্বাস্থ্য মন্ত্রক। সুষ্ঠু পরিষেবা বজায় রাখা, সংক্রমণ রোধে ব্যবস্থা, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা মেনে চলা, সুষ্ঠ চিকিৎসা পরিকাঠামো বজায় রাখার মতো নানা দিকে হাসপাতালের ভূমিকা খতিয়ে দেখা হয় দু’টি প্রকল্পে। প্রসূতিদের ক্ষেত্রে ‘লক্ষ্য’ প্রকল্পে অপারেশন থিয়েটার ও লেবার রুম আলাদা করে পরীক্ষা করা হয়। তাতে যথাক্রমে ৯৫.৪৩% এবং ৯১.০২% পেয়েছে এসএসকেএম। শিশুদের যত্নে ‘মুসকান’ প্রকল্পে ৯৩.৬৫% নম্বর পেয়েছে তারা। নিজস্ব সংবাদদাতা