ভুয়ো ভোটার সন্দেহে গ্রেফতার
}} নথি জাল করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে শনিবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত গোবিন্দ হাজরা (৩৬) বাংলাদেশি বলে প্রাথমিক সন্দেহ পুলিশের তদন্তকারীদের। মুর্শিদাবাদ পুলিশ জেলার আধিকারিক আনন্দ মণ্ডল (ডিএসপি, অপরাধ) জানান, ধৃতের বিরুদ্ধে ভুয়ো নথি তৈরি-সহ মোট চারটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি এক ব্যক্তির কাছ থেকে অভিযোগ পেয়ে নির্বাচন কমিশন গোবিন্দের বিরুদ্ধে পদক্ষেপের জন্য নবগ্রামের বিডিওকে নির্দেশ দিয়েছিল। এর পরে বিডিও সেই বিষয়টি জানিয়ে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেই নবগ্রাম থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শনিবার রাতে গোবিন্দকে তার ইকরোল গ্রাম থেকে পাকড়াও করেছে। পুলিশের একটি সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে গোবিন্দ বাংলাদেশি নাগরিক। তবে তার পড়শিদের দাবি, ধৃতের পরিবারকে তাঁরা কয়েক দশক ধরে ওই গ্রামে বাস করতে দেখছেন।
অস্ত্র কারবারি ধৃত
}} ফরাক্কায় একটি হোটেলে হানা দিয়ে শনিবার রাতে চারটি সেমি-অটোমেটিক পিস্তল ও চারটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সত্যজিৎ ঘোষ নামে বিহারের ভাগলপুরের এক যুবক গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে রাজ্য এসটিএফের সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এসটিএফের থানা তৈরির পরে এটিই প্রথম মামলা। রবিবার কোর্টে ধৃতের ১৪ দিনের পুলিশি হেফাজত হয়। গোয়েন্দাদের দাবি, আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রে জড়িত সে। কাকে অস্ত্র বিক্রির মতলবে এসেছিল, জানার চেষ্টা চলছে। শুক্রবার রাতে আসানসোলের পলাশডিহা থেকে বেআইনি অস্ত্র-সহ ধৃত মুঙ্গেরের ফিরদৌস আলম ওরফে লাড্ডুর সঙ্গে তার যোগসাজশ আছে কি না, তা-ও দেখা হচ্ছে।
১২০০ মুরগি লুট
}} খামারের মালিককে বেঁধে ১২০০ মুরগি লুট করার অভিযোগ উঠল শনিবার রাতে বহরমপুরের রাধারঘাটে। রবিবার থানায় অভিযোগ হয়েছে। খামার মালিক সাদ্দাম মোল্লার অভিযোগ, গভীর রাতে তাঁদের মারধর করে, বেঁধে রেখে, ধারালো অস্ত্র দেখিয়ে নগদ কয়েক হাজার টাকা ও ১২০০ মুরগি লুট করে গাড়িতে চড়ে পালায় দুষ্কৃতীরা।