শাসক দলের বিধায়কের
তোপে পুলিশ
নিজস্ব সংবাদদাতা
বহরমপুর: এ বার পুলিশকে নিশানা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রবিবার বহরমপুরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, “লালগোলা, বড়ঞা এবং ভরতপুর থানার পুলিশ সাধারণ মানুষের উপরে জুলুম, অত্যাচার করে। আমি বিরোধী আসনে থাকলে ২৪ ঘণ্টাও লাগত না এদের শায়েস্তা করতে। কিন্তু আমার হাত-পায়ে বেড়ি দেওয়া।” তাঁর মন্তব্য, “বাম আমলেও রাজনীতি করেছি। পুলিশ তখন আমাদের সঙ্গে এতটা ঔদ্ধত্য দেখায়নি।” অনুষ্ঠানের পরে হুমায়ুন বলেন, “ওই তিন থানার পুলিশ মিথ্যা মামলা দিয়ে তোলাবাজি করছে। যারা মাদক কারবারে যুক্ত নয়, তাদেরও থানায় তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখাচ্ছে। মারধর করছে। তার পরে টাকার রফা করে ছেড়ে দিচ্ছে। টাকা না দিলে আদালতে না পাঠিয়ে অন্য জায়গায় আটকে রাখছে।” মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার কুমার সানি রাজের প্রতিক্রিয়া, “কোনও রাজনৈতিক নেতার মন্তব্য নিয়ে কিছু বলব না।”