প্রিয়ঙ্কার এলাকায় প্রার্থী দিল তৃণমূল
নিজস্ব সংবাদদাতা
বাম-সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে ২০২১ সালে কেরলের যে আসনে জিতে বিধায়ক হয়েছিলেন পি ভি আনওয়ার, সেই নীলাম্বুর কেন্দ্রের উপনির্বাচনে তাঁকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।
আনওয়ার এখন কেরলে তৃণমূলের সাংগঠনিক আহ্বায়ক। তৃণমূলে যোগ দিয়ে তিনি বিধায়ক-পদে ইস্তফা দিয়েছিলেন। নীলাম্বুর বিধানসভা কেন্দ্রটি প্রিয়ঙ্কা গান্ধী বঢরার লোকসভা আসন ওয়েনাড়ের অন্তর্গত। ফলে সেখানে তৃণমূলের প্রার্থী দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আনওয়ার রবিবার ঘোষণা করেন, তিনি সোমবার মনোনয়ন জমা দেবেন। শাসক এলডিএফ এবং বিরোধী ইউডিএফ-কে তুলোধোনা করেন। পরে তৃণমূলের তরফে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হয়। ওই আসনে সিপিএমের এম স্বরাজ, কংগ্রেসের আর্যদান সওকত এবং বিজেপির মোহন জর্জ প্রার্থী হয়েছেন। বিধায়ক-পদে ইস্তফার সময়ে আনওয়ার বলেছিলেন, কংগ্রেসের জেলা সভাপতি ভি এস জয় নীলাম্বুরে প্রার্থী হলে সমর্থন করবেন। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও ধারাবাহিক আক্রমণ করছেন তিনি। এলডিএফের নির্বাচনী কনভেনশনে বিজয়ন বলেছেন, ‘‘আনওয়ারের বিশ্বাসঘাতকতা মানুষের উপরে উপনির্বাচন চাপিয়ে দিয়েছে!’’