রুশ সেনাঘাঁটিতে ড্রোন হামলা, বিস্ফোরণে ভাঙল দুই সেতু
মস্কো, ১ জুন: রাশিয়ায় ওলেনিয়া ও বেলায়া বিমানঘাঁটি লক্ষ্য করে রবিবার দুপুরে বড়সড় হামলা চালাল ইউক্রেন। এ দিন ৪০টিরও বেশি রুশ সামরিক বিমানে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভলোদিমির জ়েলেনস্কির দেশ। ওই ঘটনায় ১২ জন রুশ সেনার মৃত্যুর খবর মিলেছে। পাল্টা হামলা চালৈয় রাশিয়াও।
রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের স্রেডনি জনবসতির কাছে একটি সামরিক
ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। তাদের দাবি, ওই হামলায় অন্তত ৪০টি রুশ সামরিক বিমান ধ্বংস হয়েছে। ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (এসবিইউ)-র দাবি,
ওই বিমানগুলির মধ্যে রয়েছে টিইউ-৯৫
এবং টিইউ-২২। দু’টিই যুদ্ধে ব্যবহৃত বোমারু বিমান, যা সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য ব্যবহার করা হয়। এ দিনের হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ ওই দুই সেনাঘাঁটিতে আগুন ধরে যায়। সূত্রের খবর ‘স্পাইডার ওয়েব’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে ইউক্রেন। এক বছর ধরে এই হামলার পরিকল্পনা করেছিল তারা।
এ দিকে, রাশিয়ার পশ্চিম অঞ্চলে ইউক্রেনের সীমান্তের কাছে দু’টি পৃথক সেতু ভেঙে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। ইউক্রেন সীমান্ত ঘেঁষা রাশিয়ার ব্রিয়ানস্ক প্রদেশে শনিবার রাত ১০টা ৫০ নাগাদ একটি সেতু নীচে থাকা রেললাইনের উপরে আচমকা ভেঙে পড়ে। সেই সময়ে ওই রেললাইন দিয়ে একটি যাত্রিবাহী ট্রেন যাচ্ছিল। লাইনচ্যুত হয়ে যায় সেই ট্রেনটি। আহতের সংখ্যা ৭০।
কুর্স্কে রবিবার ভোর তিনটে নাগাদ একটি মালগাড়ি সেতু পার হওয়ার সময়ে সেটি আচমকা ভেঙে পড়ে। মালগাড়ির সামনের দিকের অংশ লাইনচ্যুত হয়ে যায়, আগুন ধরে যায় চালকের কামরায়। পরপর ঘটে যাওয়া দু’টি ঘটনার পরে রুশ তদন্তকারীরা আসরে নামেন। তাঁদের দাবি, এগুলি সাধারণ দুর্ঘটনা নয়। সন্দেহের তির ইউক্রেনের দিকেই। সংবাদ সংস্থা