জিএসটি আদায়
}} এই প্রথম পর পর দু’মাসে জিএসটি সংগ্রহ ছাড়াল ২ লক্ষ কোটি টাকা। রবিবার কেন্দ্রের তথ্য বলছে, মে মাসে পরোক্ষ কর বাবদ এসেছে ২.০১ লক্ষ কোটি টাকা। এপ্রিলে তা ছিল রেকর্ড ২.৩৭ লক্ষ কোটি। গত বছর মে মাসে ১.৭২ লক্ষ কোটির বেশি। তবে ২৭,২১০ কোটির রিফান্ড ধরলে গত মাসে নিট সংগ্রহ প্রায় ১.৭৪ লক্ষ কোটি টাকা। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর মতো বড় রাজ্যগুলিতে আদায় বেড়েছে ১৭%-২৫%। বিশেষজ্ঞদের মতে, এই ধারা বজায় থাকলে ক’মাসে করের হার সরলীকরণ করতে পারে কেন্দ্র। তবে চিন্তায় রাখছে এখনও সব রাজ্যে উল্লেখযোগ্য হারে আদায় বৃদ্ধি না পাওয়া।
ব্যাঙ্কের জরিমানা
}} গত অর্থবর্ষে বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের উপরে ৩৫৩টি জরিমানা চাপিয়েছে আরবিআই। মোট অঙ্ক ৫৪.৭৮ কোটি টাকা। সবচেয়ে বেশি ২৬৪টি ঘটনায় ১৫.৬৩ কোটি জরিমানা চেপেছে সমবায় ব্যাঙ্কগুলির উপরে। সাইবার সুরক্ষা, কেওয়াইসি-সহ নানা ক্ষেত্রে নীতি না মানাই যার কারণ। এর মধ্যে রয়েছে জালিয়াতি চিহ্নিত করতে না পারা,
রিপোর্ট জানানোয় ত্রুটি, ঋণের তথ্য সংশ্লিষ্ট সংস্থাকে না জানানো।
বিদ্যুতের চাহিদা
}} গ্রীষ্মের মধ্যেও মে মাসে দেশে কমল বিদ্যুতের চাহিদা। অসময়ে বৃষ্টি ও সময়ের আগে বর্ষা আসায় এসি-র মতো যন্ত্রের ব্যবহার কমাই চাহিদাকে টেনে নামিয়েছে। তথ্য বলছে, গত মাসে তা ৪% কমে হয়েছে ১৪,৮৭১ কোটি ইউনিট। গত বছর এই সময়ে ছিল ১৫,৫১৫ কোটি। মে মাসে এক দিনে সর্বোচ্চ চাহিদা গত বছরের রেকর্ড ২৫০ গিগাওয়াট থেকে কমে হয়েছে ২৩১ গিগাওয়াট।
বাড়ল গ্রাহক
}} এপ্রিলে দেশে নিট হিসাবে প্রায় ১৯.৫ লক্ষ মোবাইল গ্রাহক বাড়ল। ২৬.৪৪ লক্ষ গ্রাহক যোগ করে প্রথম রিলায়্যান্স জিয়ো। এপ্রিল নিয়ে টানা ১০ মাস গ্রাহক হারাল ভি। এ রাজ্যে দুই সার্কলেও শীর্ষে জিয়ো, সংযোগ নিয়েছেন ৩.৪ লক্ষ। এই সময়ে দেশে ৮ লক্ষের বেশি ৫জি সংযোগ নেওয়া হয়েছে। ৬.১৪ লক্ষ সংযোগ দিয়ে প্রথমে মুকেশ অম্বানীর জিয়ো।