চিনের শাসানি
}} তাইওয়ানকে ঢাল করে আমেরিকাকে ‘আগুন নিয়ে খেলতে’ বারণ করল চিন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ আধিকারিকদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের এক মন্তব্যের পরে বেজিং এমন প্রতিক্রিয়া জানিয়েছে। হেগসেথ বলেছিলেন, তাইওয়ানের জন্য একমাত্র হুমকি হল চিন। শনিবার শাংরি-লা ডায়লগে চিনের বিরুদ্ধে তাইওয়ানে সামরিক মহড়া চালানোর অভিযোগ করেছেন হেগসেথ। তাঁর এই মন্তব্যের পরে চিনের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, তাইওয়ানের বিষয়টি তাদের অভ্যন্তরীণ। তাতে যেন আমেরিকা নাক না গলায়। প্রতিক্রিয়ায় আরও বলা হয়েছে, চিনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ানকে নিয়ে আমেরিকার বাড়াবাড়ি করা অথবা আগুন নিয়ে খেলতে যাওয়া উচিত নয়।
মনোনয়ন বাতিল
}} আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী প্রশাসক পদে ইলন মাস্ক-ঘনিষ্ঠ জ্যারেড আইজ্যাকম্যানকে মনোনীত করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে, শনিবার তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে হোয়াইট হাউস। এ প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমি নাসা প্রধান হিসেবে জ্যারেড আইজ়্যাকম্যানের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। আমি শীঘ্রই নতুন এক জনের নাম প্রকাশ করব, যিনি আমেরিকার স্বার্থকে মহাকাশে অগ্রাধিকার দেবেন।’
প্রয়াত বিজ্ঞানী
}} গর্ভপাতের ওষুধের আবিষ্কারক, ফরাসি বিজ্ঞানী এতিয়েঁ-এমিল বাল্যু শুক্রবার প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।