বিবিধ
ইমামি আর্ট: ১১-৭টা। ‘দ্য জিওমেট্রি অব অর্ডিনারি লাইভস’। প্রশান্ত সাহুর কাজ। ‘রি-ফিগারিং’। বিভিন্ন শিল্পীর কাজ। ২১ জুন পর্যন্ত। দেবভাষা: ২-৮টা (রবিবার বাদে)। শুভাপ্রসন্নের কাজ। আজ শেষ। গ্যালারি চিত্রলেখা (৭০/২, সেলিমপুর রোড): ২-৮টা (রবিবার বাদে)। গোপাল ঘোষের কাজের প্রদর্শনী। ১৫ জুন পর্যন্ত। অমর্ত্য (উত্তরভাগ, বারুইপুর): ৪-৮টা। ‘পরমা ২০২৫’। বিভিন্ন শিল্পীর আঁকা ছবি, ড্রয়িং ও ভাস্কর্য। ৮ জুন পর্যন্ত। অ্যাকাডেমি অব ফাইন আর্টস: সেন্ট্রাল গ্যালারি। ১২-৮টা। চিত্র, ভাস্কর্য ও হস্তশিল্প প্রদর্শনী। আয়োজনে শিল্পাঙ্গন। ৫ জুন পর্যন্ত। সাউথ ও নিউ সাউথ গ্যালারি। ১২-৮টা। বিভিন্ন শিল্পীর আঁকা ছবি, ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী। আয়োজনে বেঙ্গল পেন্টার্স অ্যান্ড স্কাল্পটর্স। ৫ জুন পর্যন্ত। ইন্দুমতী সভাগৃহ: ৪টে। রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। আয়োজনে সুরনন্দন ভারতী। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম (এন্টালি): ৬টা। স্বামী শিবানন্দ স্মারক বক্তৃতায় প্রব্রাজিকা সদানন্দপ্রাণা।