মরণোত্তর অঙ্গদানে বাঁচলেন তিন রোগী
}} ব্রেন ডেথ হওয়া ২৩ বছরের যুবকের মরণোত্তর অঙ্গদানে নতুন জীবন পেলেন তিন রোগী। জানা যাচ্ছে, গত ২৯ মে রাতে বন্ধুকে বাড়ি পৌঁছতে যাওয়ার পথে মোটরবাইক দুর্ঘটনায় মাথায় চোট পান আমতার বাসিন্দা পুষ্কর পাল। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এসএসকেএমে স্থানান্তরিত করেন। সেখানে ট্রমা কেয়ারে ভর্তি করা হয় ওই যুবককে। কিন্তু, তাঁর জ্ঞান ফেরেনি। ৩০ মে চিকিৎসকেরা জানান, ওই যুবক ক্রমশ ব্রেন ডেথের দিকে যাচ্ছেন। পরে ব্রেন ডেথ ঘোষণা করা হয় পুষ্করের। পরিজনেরা মরণোত্তর অঙ্গদানে সম্মতি দেন। যুবকের একটি কিডনি আলিপুর সেনা হাসপাতালে ৫২ বছরের এক মহিলার দেহে, অন্য কিডনিটি এসএসকেএম হাসপাতালে ৩৫ বছরের আর এক মহিলার দেহে প্রতিস্থাপিত হয়েছে। লিভার পেয়েছেন এসএসকেএমে চিকিৎসাধীন ৪৭ বছরের এক মহিলা।
দুর্ঘটনায় মৃত্যু
}} লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে বজবজ থানার মনসাতলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজীব মোল্লা (৩৬)। তাঁর বাড়ি নোদাখালি থানার বাওয়ালি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় সরকারি কর্মচারী রাজীব এ দিন সাইকেল নিয়ে চড়িয়ালের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে একটি লরি তাঁকে ধাক্কা মারে। এর পরে সেটি ধাক্কা মারে একটি পেট্রল পাম্পের দেওয়ালে। ঘটনাস্থলেই রাজীবের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। লরিটি আটক করা হয়েছে। গ্রেফতার হয়েছে চালক।
দেহ উদ্ধার
}} ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ওয়াটগঞ্জ থানার নাজির লেনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ আজিম (৬০)। ওই এলাকায় টালির ছাউনির ঘরে থাকতেন তিনি। শনিবার বিকেলে ঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
অস্বাভাবিক মৃত্যু
}} ফুটপাত থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক ব্যক্তিকে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে টালিগঞ্জ থানা এলাকার হাজরা রোডে। মৃতের বয়স ৬০-এর আশপাশে। ওই দিন স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।