সার্জেন্টকে ‘হেনস্থা’, ধৃত ২
}} নাকা তল্লাশির সময়ে কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টকে হেনস্থার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল নিউ মার্কেট থানার পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধর্মতলা এবং লেনিন সরণির সংযোগস্থলে। ধৃতদের নাম পবন জয়সওয়াল এবং শিবম জয়সওয়াল। পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন পবন ও শিবম। তা দেখে গাড়িটি আটকান ওই সার্জেন্ট। সেই সময়ে অভিযুক্তেরা গাড়ি থেকে নেমে তাঁকে হেনস্থা করে।
আক্রান্ত দুই
}} মাটি চুরি রুখতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা সহ দু’জন। ঘটনায় যুক্ত সন্দেহে সন্দীপ পাল নামে এক ব্যক্তিকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গুমা বালুইগাছি পালপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, গত সপ্তাহে সরকারি নালা তৈরির জন্য পালপাড়া এলাকায় মাটি খুঁড়ে রাস্তার ধারে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দা অবনী মজুমদারকে সেই মাটি পাহারা দেওয়ার দায়িত্ব দেন এক পঞ্চায়েত সদস্য। অভিযোগ, সন্দীপ সেই মাটি নিয়ে যাচ্ছেন দেখে বাধা দেন অবনী। আরও অভিযোগ, এর পরেই সন্দীপ তাঁকে রড দিয়ে মারধর করে। বাধা দিতে এসে আক্রান্ত হন অবনীর বৌদিও। ঘটনার পরে তাঁদের চিকিৎসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। ধৃতের বিরুদ্ধে মারধর, যৌন নির্যাতন-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
মাদক উদ্ধার
}} প্রায় ছ’লিটার তরল মাদক উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। শনিবার ভোরে হাসনাবাদের মতিঝিল এলাকা থেকে তাকে ধরা হয়। হাসনাবাদ সীমান্ত দিয়ে দুষ্কৃতীরা বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা করছে খবর পেয়ে মতিঝিল এলাকায় হানা দেয় পুলিশ। পুলিশ দেখে বাকিরা পালিয়ে গেলেও সরিফুল মণ্ডল নামে এক দুষ্কৃতী ধরা পড়ে যায়। তার কাছ থেকে ছ’লিটার তরল মাদক উদ্ধার হয়। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।