ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
বাসন মাজতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম উমা চক্রবর্তী (৬২)। পুলিশ সূত্রের খবর, অশোকনগর দক্ষিণ পল্লির বাসিন্দা ওই মহিলা শনিবার বাড়ির পাশে পুকুরে বাসন মাজতে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ পরেও তিনি না ফেরায় পরিজনেরা খোঁজ শুরু করেন। তখনই পুকুরের জলে উমার দেহ ভেসে থাকতে দেখেন তাঁরা। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।