যাদবপুরে ফেটসু-র ঘরে রাতে ভাঙচুর, রহস্য
নিজস্ব সংবাদদাতা
আইপিএল ফাইনালের বৃষ্টিমুখর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শুনশান শিক্ষাঙ্গনে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ইউনিয়ন রুমে (ফেটসু) রহস্যজনক ভাবে ভাঙচুরের ঘটনা ঘটল। এর জেরে ছাত্রদের বিভিন্ন গোষ্ঠীর তর্কাতর্কিতে বুধবার সরগরম ছিল শিক্ষাঙ্গন। ফেটসু-র সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের একাংশ এর পিছনে তৃণমূল-বিজেপির ছাত্র সংগঠনের যাদবপুরে লাগাতার অশান্তি ছড়ানোর প্রবণতা নিয়ে অভিযোগ করেছেন। যাদবপুরের চার নম্বর গেটের কাছের সিসি ক্যামেরার ফুটেজে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) এক নেতার উপস্থিতি নিয়ে ছাত্রদের একাংশ আঙুল তোলেন। টিএমসিপি-ও তাতে আইনি পদক্ষেপের হুমকি
দিয়েছে। কী ঘটেছে, তা খতিয়ে দেখতে যাদবপুর কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।
প্রথম বর্ষের ভর্তির প্রাক্কালে যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ের বেশির ভাগ পড়ুয়া এখন প্রশিক্ষণ উপলক্ষে শিক্ষাঙ্গনের বাইরে। মঙ্গলবার, আইপিএলের ফাইনালের রাতে যাদবপুরের শতবার্ষিকী ভবন চত্বরে খেলা দেখার আসর বসে। ওই দিকটি ইঞ্জিনিয়ারিং বিভাগের থেকে দূরে। যাদবপুরে সাম্প্রতিক কিছু অশান্তির পরে কলা বিভাগের দিকের চার নম্বর গেট ছাড়া অন্য ফটকগুলি রাত ১০টার পরে বন্ধ হয়ে যায়। তাই চার নম্বর গেটের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে চর্চা বেড়েছে।
টিএমসিপি-র সঙ্গে যুক্ত জনৈক গবেষক তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। তিনি জানান, রাতে আইপিএল দেখার পরে হস্টেলে খাবার না পেয়ে তাঁরা কয়েক জন কাছেই মোটরবাইকে খাবারের খোঁজে যাচ্ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজে ওই গবেষকের ঘনিষ্ঠ এক ছাত্রকেও অসংলগ্ন অবস্থায় হাঁটতে দেখা গিয়েছে।
এই ঘটনার জেরে যাদবপুরের শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। ফেটসু-র ইউনিয়ন রুমটি এমনিতে রাতভর খোলা থাকে। ছাত্রদের একাংশের দাবি, পড়ুয়ারা কোনও সমস্যায় সেখানে রাতে থাকেন বা মোবাইলে চার্জ দেন। শিক্ষাঙ্গনের গেট ছাড়া কার্যত সিসি ক্যামেরাও নেই। সম্প্রতি যাদবপুরে তৃণমূল শিক্ষাকর্মী এক নেতার আবাসনে হামলার ভুয়ো অভিযোগ ওঠা নিয়ে জটিলতা তৈরি হয়। আবার ফেটসুর ঘরের কাছেই তৃণমূল শিক্ষাকর্মীদের ইউনিয়ন রুমে আগুন লাগানো নিয়েও অশান্তি বাধে। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘মেন হস্টেলে র্যাগিংয়ে ছাত্র-মৃত্যুর সময় থেকেই ক্যাম্পাসে ফাঁকা থাকা নিরাপত্তারক্ষীর পদ নিয়ে রাজ্য সরকারকে বলা হচ্ছে। ৪১টি শূন্য পদের কথা বিকাশ ভবন মানলেও নিয়োগ হয়নি। ফলে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।’’
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফেটসু-র ইউনিয়ন রুমে ভাঙচুরের পরে। বুধবার। নিজস্ব চিত্র